NEWSZNOW বাংলা

March 16, 2025, Sunday 21:40:17

বাংলা ENGLISH

বাংলা বিভাগে ফিরে যান

মৃতপ্রায় রেডিও ক্রিকেট কমেন্ট্রিকে বাঁচিয়ে তোলার আর্জি তৃণমূল সাংসদের

ফেব্রুয়ারি 11, 2025 < 1 min read

আকাশবাণীতে ক্রিকেট ম্যাচের কমেন্ট্রি শোনা এক আলাদা ঐতিহ্য। আনন্দ শীতলবাদ, ডিকি রত্নাগরদের কণ্ঠে কমেন্ট্রির সেই গৌরবময় ইতিহাস এখন মুছে যাচ্ছে ক্রমশ। সেই প্রসঙ্গ তুলেই আকাশবাণী বা অল ইন্ডিয়া রেডিওকে বাঁচিয়ে তোলার আর্জি জানালেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহম্মদ নাদিমুল হক, যার জন্য প্রশংসা পেলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখরের কাছ থেকেও।

নাদিম জানিয়েছেন যে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই আকাশবাণীকে ক্রিকেট সম্প্রচারের অধিকার বা সত্ব দিচ্ছে না। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ক্রিকেট কমেন্ট্রির ঐতিহ্যকে ধ্বংস করা হচ্ছে। সুশীল দোশি, বিনীত, সুনীল গুপ্তা, প্রকাশ ওয়ানকরের মতো কমেন্টেটরদের অভাব বোঝা যায়।

৫৯১টি স্টেশন এবং ৯৮ শতাংশ জনগণের কাছে পৌঁছে যাওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও অমিত শাহের পুত্র জয়ের নেতৃত্বাধীন বিসিসিআই আকাশবাণীকে ক্রীড়া সম্প্রচারের অধিকার থেকে বঞ্চিত করছে। নাদিম দাবি জানিয়েছেন যাতে রেডিওতে ক্রিকেট কমেন্ট্রিকে আরও আকর্ষণীয় করে তোলা হয়, এবং তা ক্রিকেটজ্ঞ ব্যক্তিদের দ্বারা সম্প্রচারিত হয় ভারতের প্রত্যেক ভাষায়।

লেখক এবং কুইজমাস্টার জয় ভট্টাচার্য নাদিমুল হকের বক্তব্যের ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে লিখেছেন, “খুব ভালো লাগে যখন আমাদের সাংসদরা বেতার ক্রিকেট কমেন্ট্রি নিয়ে আলোচনা করেন, এবং আনন্দ শীতলবাদ ও ডিকি রত্নাগরদের নাম শুনে পুরোনো স্মৃতি মনে পড়ছে। এই দিকে বিশাল এক সম্ভাবনা ও সুযোগ রয়েছে।”

তৃণমূল সাংসদের বক্তব্যের বিষয় দেখেই তাঁর প্রশংসা করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তিনি নিজের সম্পূর্ণ সমর্থন জানান এই বিষয়ে।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

বেসরকারি স্কুলে আকাশছোঁয়া ফি-তে লাগাম? বড় পদক্ষেপ করছে রাজ্য সরকার

FacebookWhatsAppEmailShare

সংসদে বাংলার বকেয়া আদায়ের নোটিশ তৃণমূলের

FacebookWhatsAppEmailShare

আন্তর্জাতিক নারী দিবসে বিশেষ কর্মসূচি! মহিলা ভোটে নজর তৃণমূলের

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...