জানুয়ারির শীতে ‘বিঞ্জ ওয়াচ’? কি কি দেখবেন ওটিটিতে
জানুয়ারি 10, 2025 2 min read
জাঁকিয়ে পড়েছে শীত। সকালবেলা কোনোরকমে অফিস পৌঁছে তাড়াতাড়ি বাড়ি ফিরে লেপের তলায় ঢুকে ওটিটিতে সিরিজ দেখার অপেক্ষা মাত্র। তাই রইলো খোঁজ, কি কি সিরিজ দেখবেন বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে।
১. পাতাললোক – সিজন ২ – অ্যামাজন প্রাইম
চার বছর পর ফিরছে পাতাললোক। ১৭ জানুয়ারি রিলিজ করবে দ্বিতীয় সিজন। হাতিরাম চৌধুরী (জয়দীপ আহলাওয়াত)-র ভাগ্যে কী লেখা রয়েছে, কোথায় ‘হাতোরা ত্যাগী’ (অভিষেক ব্যানার্জী), জানতে পারবেন দ্বিতীয় কিস্তিতে।
২. অল উই ইম্যাজিন অ্যাজ লাইট – হটস্টার
পায়েল কপাডিয়া পরিচালিত এই ছবি গত বছর কান চলচ্চিত্র উৎসবে প্রাইজ জিতেছে। অভিনয় করেছেন কানি কুশ্রুতি এবং দিব্যা প্রভা।
৩. ব্ল্যাক ওয়ারেন্ট – নেটফ্লিক্স
তিহাড় জেলের সত্য ঘটনা অবলম্বনে, বিক্রমাদিত্য মোটওয়ানের পরিচালনায় তৈরী হয়েছে এই সিরিজ। কারাগারের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েই এই সিরিজ। মুক্তি পাবে ১০ জানুয়ারি।
৪. শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া – সিজন ৪ – সোনি লিভ
প্রথম সিজন থেকেই বিপুল হিট এই রিয়ালিটি শো, যেখানে বিভিন্ন শিল্পপতিরা লগ্নি করেন স্টার্টআপ ব্যবসায়। রিলিজ করেছে ৬ জানুয়ারি।
৫. দ্য সবরমতী রিপোর্ট – জি ফাইভ
স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ছবির সুখ্যাতি করেন। মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন সবরমতী এক্সপ্রেসে আগুন ধরিয়ে দেওয়া হয় গোধরা স্টেশনে, যার পরেই সারা গুজরাতে দাঙ্গা ছড়িয়ে পরে। অভিনয়ে রয়েছেন ‘১২ ফেল’, ‘সেক্টর ৩৬’ খ্যাত বিক্রান্ত মাসে। মুক্তি ১০ জানুয়ারি।
৬. দ্য রোশনস্ – নেটফ্লিক্স
রাকেশ রোশন, রাজেশ রোশন, হৃত্বিক রোশনের পরিবার নিয়ে তৈরী এই সিরিজ। শাহরুখ খান, কর্ণ জোহর-সহ অনেককে দেখা যাবে এই ডকু-সিরিজে। মুক্তি ১৭ জানুয়ারি।
৭. খোঁজ: পরছাইয়ো কে উস পার – জি ফাইভ
শরিব হাশমি এবং অনুপ্রিয়া গোয়োঙ্কা থাকছেন অভিনয়ে। এক ব্যক্তির নিখোঁজ স্ত্রীর সন্ধান নিয়েই এই সিরিজ।
৮. গুনাহ্ ২ – হটস্টার
তুরস্কের সিরিজ় ‘ইজেল’ অবলম্বনে তৈরী হয়েছে এই সিরিজ। মিথ্যা অভিযোগ, প্রতিশোধ, আর ভরপুর মারপিটের এই সিরিজ ভারতীয় দর্শকদের পছন্দের।