‘ভেঙে দেওয়া হোক ইন্ডিয়া জোট’: ক্ষুব্ধ ওমর আব্দুল্লাহ
জানুয়ারি 9, 2025 < 1 min read
দরজায় করা নাড়ছে দিল্লির বিধানসভা নির্বাচন, আর এর মধ্যেই চূড়ান্ত ঝামেলায় জর্জরিত কংগ্রেস এবং আম আদমি পার্টি। বিজেপিকে ছেড়ে একে-অপরকে দুষতেই ব্যস্ত হাত এবং ঝ্যাঁটা শিবির। এতেই ক্ষুব্ধ হয়ে উঠেছেন ন্যাশনাল কনফারেন্স প্রধান ওমর আব্দুল্লাহ। তিনি বলেই দিয়েছেন যে এরকম পরিস্থিতি হলে ভেঙে দেওয়া হোক ইন্ডিয়া জোট!
লোকসভা নির্বাচনের সময় দিল্লিতে জোট বেঁধে লড়েছিল কংগ্রেস এবং আপ, কিন্তু সাত কেন্দ্রেই জয়লাভ করে বিজেপি। পরবর্তী বিধানসভা নির্বাচনগুলোতে জোটের লেশমাত্র পাওয়া যায়নি। এমনকি লোকসভা নির্বাচনের পর থেকে ইন্ডিয়া জোটের কোনো বৈঠকও হয়নি। এতেই আরও ক্ষুব্ধ হয়েছেন জুনিয়ার আব্দুল্লাহ, এমনটাই মত রাজনৈতিক মহলের।
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী আব্দুল্লাহ জানিয়েছেন, “লোকসভার পর সেভাবে ইন্ডিয়া জোটের কোনও বৈঠক হয়নি। আমাদের এজেন্ডা ঠিক হয়নি। আমার যতদূর মনে হয় এই জোটের কোনও সময়সীমা দেওয়া ছিল না। যদি সেটা শুধু লোকসভা ভোটের জন্য হয়ে থাকে, তাহলে আমার মনে হয় আমাদের একসঙ্গে বসে আলোচনা করে জোট ভেঙে দেওয়া উচিত।”
19 hours ago
19 hours ago
19 hours ago
ভরণপোষণ না–করলে সন্তানকে দেওয়া সম্পত্তি বাবা–মা ফেরত পাবেন, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের - News
ভরণপোষণ না–করলে সন্তানকে দেওয়া সম্পত্তি বাবা–মা ফেরত পাবেন, ঐতিহাসিক রায় ...21 hours ago
প্রদীপের 'প্রায়শ্চিত্ত' মন্তব্যে কি বললেন মমতা? - NewszNow
প্রদীপের 'প্রায়শ্চিত্ত' মন্তব্যে কি বললেন মমতা? NewszNow রাজনীতি -23 hours ago