মোহন ভাগবত হিন্দুদের দুঃখ বোঝেন না: শঙ্করাচার্য
ডিসেম্বর 26, 2024 < 1 min read
মন্দির মসজিদ বিতর্কে মোহন ভাগবতের মন্তব্যে এবার পাল্টা মুখ খুললেন জগৎগুরু শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী মহারাজ। মোহন ভাগবত হিন্দুদের দুর্দশা বুঝতে পারছেন না বলে দাবি শঙ্করাচার্যের। সম্প্রতি আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছিলেন, রামমন্দির তৈরির পর কিছু কিছু লোক নিজেদের হিন্দুদের নেতা মনে করছেন। মোহন ভাগবতের সেই মন্তব্যের পর বিস্তর সমালোচনা হয়েছে। এদিন শঙ্করাচার্য বলেন, “একের পর এক হিন্দু মন্দির ভেঙে ফেলা হচ্ছে। এই সত্যিটা অস্বীকারের জায়গা নেই। উনি বোধহয় হিন্দুদের কষ্ট টের পাচ্ছেন না। ওর মন্তব্যেই এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। হিন্দুদের দুর্দশা সত্যিকারের বোঝার ক্ষমতা নেই ওনার।” আরএসএস প্রধানকে বুধবার এমন ভাষাতেই নিশানা করলেন জগৎগুরু শঙ্করাচার্য।
গত ১৯ ডিসেম্বর মোহন ভাগবত বলেছিলেন, “রাম মন্দিরের নির্মাণ হওয়ার পর বাবরি মসজিদের মতো ইস্যু তুলে কিছু কিছু নেতা নিজেদের হিন্দুদের ধ্বজাধারী মনে করছেন, এটা কিন্তু একেবারেই গ্রহণযোগ্য নয়। প্রতিদিনই নতুন করে ইস্যু তোলা হচ্ছে। এটা কীভাবে মানা যায়? এরকমটা চলতে পারে না। এই সব ইস্যু তুলে নিজেদের হিন্দুদের নেতা হিসেবে দেখাতে চাইছেন কতিপয় লোক।” এদিন শঙ্করাচার্য আরও বলেন, “মোহন ভাগবত বলছেন নেতার স্থান নিতে এই সমস্ত ইস্যু তোলা হচ্ছে। কিন্তু আমি স্পষ্ট করে দিতে চাই, সাধারণ হিন্দুরা কখনই নেতা হওয়ার স্বপ্ন নিয়ে বসে নেই।” পুণের সভা থেকে সেদিন আরএসএস প্রধান আরও বার্তা দিয়েছিলেন। ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির তৈরি করা উচিত বলে মন্তব্য করেছিলেন মোহন ভাগবত।
1 day ago
1 day ago
1 day ago
২০২৩-২৪ অর্থবর্ষে কোন দল কত অনুদান পেল - NewszNow
২০২৩-২৪ অর্থবর্ষে কোন দল কত অনুদান পেল NewszNow রাজনীতি -2 days ago
এবার ইউনুসের বিরুদ্ধে আন্দোলনের ডাক বিএনপির - NewszNow
এবার ইউনুসের বিরুদ্ধে আন্দোলনের ডাক বিএনপির NewszNow রাজনীতি -2 days ago