বিজেপিতে সভাপতি-বিতর্ক; এবার মুখ খুললেন সুকান্ত
ডিসেম্বর 26, 2024 < 1 min read
বিজেপির রাজ্য সভাপতি বিতর্কে মুখ খুললেন সুকান্ত মজুমদার। নতুন রাজ্য সভাপতি নিয়ে নানা চর্চা চলছে দলের মধ্যে। অনেকের নাম উঠে আসছে। আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করার পক্ষে সওয়াল করেছেন তথাগত রায় থেকে অর্জুন সিংরা। এই পরিস্থিতিতে বুধবার বঙ্গ বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, “দলের প্রতি প্রত্যেকের দায়বদ্ধতা থাকা উচিত। বিজেপির প্রতি সুকান্ত মজুমদারের দায়বদ্ধতা আছে। সাংসদ থাকলে এবং না থাকলেও সুকান্ত বিজেপিরই। যদি একজন সাংসদও বিজেপির না থাকে, এটা যদিও হবে না। তবুও কথার কথা বলছি, সুকান্ত তখনও বিজেপিই থাকবে।”বাংলায় লোকসভা ভোটে ফল আশানুরূপ হয়নি বিজেপির। সাংসদ সংখ্যা ১৮ থেকে কমে এখন ১২। এরপর রাজ্যের ৬ বিধানসভা ভোটেও ভরাডুরি। সবকটি আসনেই জিতেছে তৃণমূল। এমনকী, একুশের বিধানসভা নির্বাচনে যে আসনে জিতেছিল বিজেপি, সেই মাদারিহাটেও উপনির্বাচনে ফুটেছে ঘাসফুল!
এদিকে বাংলায় যিনি বিজেপি সভাপতি, সেই সুকান্ত মজুমদার আবার কেন্দ্রের প্রতিমন্ত্রীও। ফলে তিনি সংগঠনের দায়িত্ব কতটা সামলাতে পারবেন? প্রশ্ন উঠেছে দলের অন্দরেই। তথাগত রায়ের মতে, ‘সুকান্ত মজুমদার মাঠে-ঘাটে আসছেন না যে, তা নয়। কিন্তু তিনি একটা রাষ্ট্রমন্ত্রীর পদে আছেন, তিনি দুটো কী করে সামলাবেন। দিনে তো ২৪ ঘণ্টাই আছে। তারমধ্য়ে সুকান্ত মজুমদার ওদিকে রাষ্ট্রমন্ত্রীর পদ দিল্লিতে সামলাবেন, আর কলকাতায় রাজ্য সভাপতি পদ সামলাবেন, এটা কী সম্ভব। আজকে পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি পদ সামলানো ২৪ ঘণ্টা নয়, ২৩ ঘণ্টার কাজ, ৪০ ঘণ্টার কাজ। সেখানে একজনকে দেওয়া হয়েছে, যিনি ১৬ ঘণ্টার বেশি সময় দিতে পারবেন না। তাও দিল্লি থেকে দেবেন! কী করতে পারেন’?
1 day ago
1 day ago
1 day ago
২০২৩-২৪ অর্থবর্ষে কোন দল কত অনুদান পেল - NewszNow
২০২৩-২৪ অর্থবর্ষে কোন দল কত অনুদান পেল NewszNow রাজনীতি -1 day ago
এবার ইউনুসের বিরুদ্ধে আন্দোলনের ডাক বিএনপির - NewszNow
এবার ইউনুসের বিরুদ্ধে আন্দোলনের ডাক বিএনপির NewszNow রাজনীতি -2 days ago