‘সান্তা’ সাজার শাস্তি! হেনস্থা ডেলিভারি এজেন্টকে
ডিসেম্বর 26, 2024 < 1 min read
বড়দিনে অভিনব ঘটনা ঘটল মধ্যপ্রদেশে। ইন্দোরের রাস্তায় ফুড ডেলিভারি এজেন্টকে দাঁড় করিয়ে খোলানো হলো সান্তা ক্লজের পোশাক।পোশাক খোলার পর দেওয়া হয় জয় শ্রীরাম স্লোগান। বড়দিনে ছোট থেকে বড় অনেকেই সান্তা ক্লজের পোশাক পরে সেজে থাকেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, এক যুবক বাইক নিয়ে রাস্তায় দাঁড়িয়ে। কয়েকজন তাঁকে বাধ্য করছেন সান্তা ক্লজের পোশাক খুলে রাখতে। ফুড ডেলিভারি এজেন্টকে জিজ্ঞাসা করা হয়, শ্রী রামচন্দ্রের পোশাকে সুসজ্জিত হয়ে তিনি মানুষের বাড়িতে যান কিনা। তার উত্তরে ওই যুবক বলেন, সেটা যান না। তবে যে সংস্থার হয়ে তিনি কাজ করেন তাদের তরফেই বলা হয়েছিল ক্রিসমাসে এই পোশাক পরতে।
হিন্দু জাগরণ মঞ্চের জেলা কনভেনর সুমিত হার্দিয়া তখন ওই যুবককে বলেন, যে এলাকায় তিনি খাবার দিতে আসেন সেটা হিন্দু অধ্যুষিত। সেখানে সান্তা ক্লজের পোশাক পরার কী প্রয়োজনীয়তা রয়েছে? কেন হিন্দু বাদে অন্য সম্প্রদায়ের উৎসবের সময় নানাবিধ সাজসজ্জার পথে হাঁটতে হয় কেন? এই ঘটনার প্রেক্ষিতে সুমিত বলেন, ইন্দোর ও ভারতে হিন্দুদের সংখ্যাধিক্য। ফলে কেন ডেলিভারি এজেন্টদের সান্তা ক্লজের পোশাক পরে বাড়িতে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে? হনুমান জয়ন্তী, রামনবমী, দিওয়ালির মতো হিন্দুদের উৎসবের সময় তাঁরা কি গেরুয়া পরে আসেন? ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর শুরু হয় ব্যাপক সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, একটি ধর্মনিরপেক্ষ দেশে এ ধরনের ঘটনা জায়গা পায় কীভাবে? অনেকেই বলছেন, একজন সাধারণ ডেলিভারি এজেন্ট নিজের কাজ করতে গিয়ে যে ধরনের হেনস্থার শিকার হলেন, তা সাম্প্রদায়িক অস্থিরতাকেই প্রকাশ করে।
#Hindu Jagaran Manch, #Food Delivery, #Zomato, #Santa Claus, #Chirstmas
1 day ago
1 day ago
1 day ago
২০২৩-২৪ অর্থবর্ষে কোন দল কত অনুদান পেল - NewszNow
২০২৩-২৪ অর্থবর্ষে কোন দল কত অনুদান পেল NewszNow রাজনীতি -2 days ago
এবার ইউনুসের বিরুদ্ধে আন্দোলনের ডাক বিএনপির - NewszNow
এবার ইউনুসের বিরুদ্ধে আন্দোলনের ডাক বিএনপির NewszNow রাজনীতি -2 days ago