NEWSZNOW বাংলা

... ...

বাংলা ENGLISH

কলকাতা বিভাগে ফিরে যান

আরজি কর কাণ্ডে চাঞ্চল্যকর ফরেন্সিক রিপোর্ট

ডিসেম্বর 24, 2024 < 1 min read

আরজি কর হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় সামনে এল চাঞ্চলকর তথ্য ৷ কেন্দ্রীয় ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী, সেমিনার হলে নির্যাতিতার প্রতিরোধের কোনও প্রমাণ পাওয়া যায়নি ৷ বায়োলজিকাল স্টেন শুধুমাত্র পাওয়া গিয়েছে সেমিনার ঘরের ভিতরে কাঠের তৈরি পাটাতনের উপরের কার্পেট থেকে ।এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই ঘটনাস্থল নিয়ে ফের একবার প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ গত ৯ অগস্টের রাতে আরজি কর হাসপাতালে ঠিক কী ঘটেছিল? তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল কোথায়? সেই নিয়েই বাড়ছে প্রশ্ন। ঘটনার দিন হাসপাতালের জরুরি বিভাগের চারতলার সেমিনার ঘর থেকে চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার করে পুলিশ।

তদন্ত শুরুর পর ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেন কলকাতা পুলিশের আধিকারিকরা। ঘটনাস্থল থেকে নির্যাতিতার আইডেন্টিটি কার্ড, বেশ কিছু কাগজপত্র-সহ অন্তত ৪০টি জিনিস পাওয়া গিয়েছিল। এরপর ফরেন্সিক পরীক্ষার জন্য সেই সমস্ত নমুনা পাঠানো হয় কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবোরেটরিতে (সিএফএসএল)। কেন্দ্রীয় ফরেনসিক সংস্থার তরফে আরজি কর কাণ্ডে ১২ পাতার যে রিপোর্ট তৈরি করা হয়েছে, তাতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, আরজি করের যে সেমিনার হল থেকে ডাক্তারি ছাত্রীর দেহ পাওয়া গিয়েছিল, সেখানে ধস্তাধস্তির কোনও প্রমাণ নেই। অর্থাৎ সেমিনার হল ক্রাইম সিনই নয়। কেন্দ্রীয় ফরেনসিক রিপোর্টে পরিষ্কারভাবে জানানো হল, যে ম্যাট্রেস থেকে ডাক্তারি ছাত্রীর দেহ উদ্ধার করা হয়েছিল, তাতে ধস্তাধস্তির কোনও চিহ্ন নেই। শুধু ম্যাট্রেস কেন, সেমিনার হলের কোথাওই ছাত্রীর ন্যূনতম প্রতিরোধের কোনও চিহ্ন নেই বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

পুজোর পর ক্রিসমাসেও মমতার গান

FacebookWhatsAppEmailShare

আজ থেকে শুরু হচ্ছে ‘কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল’

FacebookWhatsAppEmailShare

সংবিধানের প্রস্তাবনা থেকে শব্দ তুলে মোদি সরকারকে নিশানা তৃণমূলের

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...