মানবাধিকার ইস্যুতে ইউনুসকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন
ডিসেম্বর 24, 2024 < 1 min read
অশান্ত বাংলাদেশ ! শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে হিন্দু-সহ সকল সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ ৷ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সারা বিশ্ব ৷ এই আবহে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে ফোন করলেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান ৷ মার্কিন প্রশাসনের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, বাংলাদেশের নাগরিকদের মানবাধিকার রক্ষা প্রসঙ্গে দীর্ঘ ফোনালাপ চলে দুই দেশের উপদেষ্টার মধ্যে ৷ সোমবার ইউনুসকে ফোন করেন জেক সুলিভান ৷ কথোপকথনে দু’জনেই জাতি ও ধর্ম নির্বিশেষে সকল মানুষের মানবাধিকার বজায় রাখার পক্ষে সাওয়াল করেন ৷ সেই সঙ্গে, সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে মার্কিন প্রশাসনের সমর্থন প্রসঙ্গেও কথা হয় দু’জনের মধ্যে ৷ আগামী দিনেও এই সাহায্য বজায় থাকবে বলে জানান জেক সুলিভান ৷
হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ইউনুসকে ফোন করার কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ‘ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন ও সুরক্ষা নিশ্চিত করতে নিজেদের প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেছেন তাঁরা। সম্প্রতি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বার বার প্রশ্ন তুলেছে আমেরিকার প্রশাসন। শুধু ডিসেম্বর মাসেই ছ’বার বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্য করতে হয়েছে আমেরিকার ডিপার্টমেন্ট অফ স্টেটসকে। বিশেষত সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘন, ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ, এবং কিছু নির্দিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে আমেরিকার অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। ডিপার্টমেন্ট অফ স্টেটসের সহকারী প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল সম্প্রতি বলেন, “ন্যূনতম মানবাধিকার এবং মানুষের মর্যাদা রক্ষা করা উচিত।”
#United States of America, #Mohammad Yunus, #Human Rights Violations
7 days ago
1 week ago
বাতিল হবে পাঁচ টাকার মোটা কয়েন? - NewszNow
বাতিল হবে পাঁচ টাকার মোটা কয়েন? NewszNow অর্থনীতি -1 week ago
আচমকা ফেলুদা না করার ঘোষণা সৃজিতের - NewszNow
আচমকা ফেলুদা না করার ঘোষণা সৃজিতের NewszNow বিনোদন -1 week ago
আম্বেদকরকে অপমান অমিত শাহর: প্রিভিলেজ মোশন দাখিল করলেন তৃণমূলের ডেরেক - NewszNow
আম্বেদকরকে অপমান অমিত শাহর: প্রিভিলেজ মোশন দাখিল করলেন তৃণমূলের ডেরেক NewszNow দ...1 week ago