সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার ট্যাবলো, স্বীকৃতি মমতার থিমে
ডিসেম্বর 24, 2024 < 1 min read
২০২৫ এর সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে দিল্লির কর্তব্য পথে অংশ নিচ্ছে বাংলার ট্যাবলো। সূত্রের খবর, সরকারের লোক প্রসার প্রকল্পকে সামনে রেখে ওই ট্যাবলোর পরিকল্পনা করা হয়েছে বলে। জঙ্গলমহলের প্রেক্ষাপট ও টেরাকোটা মন্দিরের পশ্চাদপটে ট্যাবলোটিকে সাজিয়ে তোলা হচ্ছে বলে খবর। রাজ্যের তরফে কুচকাওয়াজে অংশ নেবেন ছৌ এবং বাউল শিল্পীরা। এবার সাধারণতন্ত্র দিবসের থিম ‘স্বর্ণিম ভারত- বিরাসত অর বিকাশ’। তাতে বাংলার যে মডেল পাঠানো হয়েছিল তা পছন্দ হয়েছে কেন্দ্রের।
২০২০ সালে রাজ্যের প্রস্তাবিত ট্যাবলো খারিজ করেছিল কেন্দ্র। ২০২২ সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী মাথায় রেখে ট্যাবলোর পরিকল্পনা করেছিল রাজ্য। তাও বাতিল হয়। সেই সময় প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপের আবেদন জানিয়ে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বছরই ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি বসানোর উদ্যোগ নিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উল্লেখ্য, ২০১৬, ২০১৭, ২০১৯, ২০২১, ২০২৩ সালেও অংশগ্রহণ করছে বাংলার ট্যাবলো।বাংলার সংশ্লিষ্ট মডেলের ট্যাবলো তৈরির জন্য ২৫ ডিসেম্বরের মধ্যে দিল্লিতে কারিগর পাঠাানোর কথাও বলা হয়েছে। প্রতিবছরের মতো এবারও সাধারণতন্ত্র দিবসের ১ মাস আগে থেকে রাষ্ট্রীয় রঙ্গশালায় তৈরি হবে ট্যাবলো নির্মাণের কাজ।
6 days ago
6 days ago
বাতিল হবে পাঁচ টাকার মোটা কয়েন? - NewszNow
বাতিল হবে পাঁচ টাকার মোটা কয়েন? NewszNow অর্থনীতি -7 days ago
আচমকা ফেলুদা না করার ঘোষণা সৃজিতের - NewszNow
আচমকা ফেলুদা না করার ঘোষণা সৃজিতের NewszNow বিনোদন -7 days ago
আম্বেদকরকে অপমান অমিত শাহর: প্রিভিলেজ মোশন দাখিল করলেন তৃণমূলের ডেরেক - NewszNow
আম্বেদকরকে অপমান অমিত শাহর: প্রিভিলেজ মোশন দাখিল করলেন তৃণমূলের ডেরেক NewszNow দ...7 days ago