গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে প্রস্তুতি শিয়ালদহে, চলবে ৭২টি বিশেষ ট্রেন
ডিসেম্বর 23, 2024 < 1 min read
আসন্ন গঙ্গাসাগর মেলা ২০২৫-এ লক্ষ লক্ষ তীর্থযাত্রীর ভিড় সামাল দিতে রেলওয়ে প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে শিয়ালদহ ডিআরএম কনফারেন্স রুমে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মেলা চলাকালীন তীর্থযাত্রীদের জন্য সুষ্ঠু ব্যবস্থাপনা এবং ভিড় নিয়ন্ত্রণের বিভিন্ন পদক্ষেপের বিষয়ে আলোচনা হয়। ১২ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত ৭২টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রেনগুলির সময়সূচি এবং তালিকা সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে। স্টেশন এবং আশেপাশের এলাকায় পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে বিশেষ ট্রেন পরিষেবা সংক্রান্ত ঘোষণা করা হবে।
অতিরিক্ত ভিড় সামলাতে রাস্তায় খালি রেক প্রস্তুত রাখা হবে।শিয়ালদহ সাউথ, প্রিন্সেপ ঘাট, কাকদ্বীপ এবং নামখানা স্টেশনে তীর্থযাত্রীদের সহায়তার জন্য ‘মে আই হেল্প ইউ’ বুথ খোলা হবে। বুথে হেল্পলাইন নম্বর এবং জরুরি পরিষেবার তালিকা প্রদর্শিত হবে।শিয়ালদহ সাউথ, কাকদ্বীপ এবং নামখানায় বিশেষ আরপিএফ বাহিনী মোতায়েন করা হবে। এছাড়াও সিভিল ডিফেন্স, স্কাউট এবং সেন্ট জন অ্যাম্বুলেন্সের স্বেচ্ছাসেবকরা নিয়োজিত থাকবেন।মেলা চলাকালীন স্টেশন এবং এর আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা হবে। পাশাপাশি, পর্যাপ্ত পানীয় জল সরবরাহেরও ব্যবস্থা থাকবে।কাকদ্বীপ ও নামখানায় ৫টি করে অতিরিক্ত টিকিট কাউন্টার চালু করা হবে। ২৪x৭ পরিষেবা নিশ্চিত করতে অস্থায়ী বুকিং ক্লার্ক নিয়োগ করা হবে।
4 days ago
4 days ago
বাতিল হবে পাঁচ টাকার মোটা কয়েন? - NewszNow
বাতিল হবে পাঁচ টাকার মোটা কয়েন? NewszNow অর্থনীতি -4 days ago
আচমকা ফেলুদা না করার ঘোষণা সৃজিতের - NewszNow
আচমকা ফেলুদা না করার ঘোষণা সৃজিতের NewszNow বিনোদন -4 days ago
আম্বেদকরকে অপমান অমিত শাহর: প্রিভিলেজ মোশন দাখিল করলেন তৃণমূলের ডেরেক - NewszNow
আম্বেদকরকে অপমান অমিত শাহর: প্রিভিলেজ মোশন দাখিল করলেন তৃণমূলের ডেরেক NewszNow দ...4 days ago