ধনখড়ের বিরুদ্ধে ফের অনাস্থা আনবে বিরোধীরা
ডিসেম্বর 21, 2024 < 1 min read
রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের নির্লজ্জ পক্ষপাতিত্বের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখবে তৃণমূল কংগ্রেস৷ বৃহস্পতিবার রাজ্যসভার সচিবালয়ের তরফে জানানো হয়েছে সংসদের উচ্চকক্ষের চেয়ারম্যানের বিরুদ্ধে বিরোধী শিবিরের নিয়ে আসা অনাস্থা প্রস্তাব খারিজ করা হয়েছে, পদ্ধতিগত ত্রুটির কারণে৷ এর পরেই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন জানান, আমাদের অবস্থানে কোনও পরিবর্তন হচ্ছে না৷ নতুন বছরে সংসদের বাজেট অধিবেশনেই আরও একবার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আসা হবে৷
এই প্রসঙ্গে বিরোধী শিবিরের সব ক’টি দলের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কথা হয়েছে৷ সবাই তৃণমূলের দেখানো পথে হেঁটে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের পক্ষপাতিত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আগামী বাজেট অধিবেশনে ফের অনাস্থা প্রস্তাব আনার পক্ষেই সায় দিয়েছেন বলে বৃহস্পতিবার জানান তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন৷ এ বারের নোটিসটি তৈরি করা হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে।
নামের বানান ভুল এবং অন্যান্য ত্রুটিবিচ্যুতিগুলি জয়রাম রমেশদের ভাল করে দেখে নেওয়া উচিত ছিল বলেই ঘরোয়া ভাবে জানাচ্ছে তৃণমূল। অবশ্য প্রকাশ্যে বিষয়টি নিয়ে জোটের ঐক্যকে ভাঙতে চাইছে না তারা। তবে এর মধ্যে কংগ্রেসের জয়রাম রমেশ এবং তিরুচি শিবা চেয়ারম্যানের ঘরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন বলে সূত্রের খবর। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেলকে বারবার চেয়ারম্যানের পক্ষ থেকে ডাকা সত্ত্বেও তাঁকে পাঠানো হয়নি বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব।
3 days ago
3 days ago
বাতিল হবে পাঁচ টাকার মোটা কয়েন? - NewszNow
বাতিল হবে পাঁচ টাকার মোটা কয়েন? NewszNow অর্থনীতি -4 days ago
আচমকা ফেলুদা না করার ঘোষণা সৃজিতের - NewszNow
আচমকা ফেলুদা না করার ঘোষণা সৃজিতের NewszNow বিনোদন -4 days ago
আম্বেদকরকে অপমান অমিত শাহর: প্রিভিলেজ মোশন দাখিল করলেন তৃণমূলের ডেরেক - NewszNow
আম্বেদকরকে অপমান অমিত শাহর: প্রিভিলেজ মোশন দাখিল করলেন তৃণমূলের ডেরেক NewszNow দ...4 days ago