NEWSZNOW বাংলা

... ...

বাংলা ENGLISH

দেশ বিভাগে ফিরে যান

‘শুধুই প্রিয়াঙ্কার প্রচার’, কংগ্রেসকে সমালোচনা তৃণমূলের

ডিসেম্বর 21, 2024 < 1 min read

তৃণমূলের জুতোয় পা গলিয়ে অম্বেদকর ইস্যুতে অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস এনেছিল কংগ্রেস। শীতকালীন অধিবেশনের শেষ দিনেও উত্তাপ চড়েছে সংসদে। যখন শাসক শিবিরের বিরুদ্ধে মিছিলে নেমেছে ইন্ডিয়া জোট, ঠিক তখনই ‘একলা চলো’ নীতিতে অম্বেদকর মূর্তির পাদদেশে নিজেদের আলাদা বিক্ষোভ চালিয়েছে তৃণমূল।তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্য়ায় বলেছেন, ‘এই অধিবেশনে প্রধান বিরোধী দলের ভূমিকা পালনে ব্যর্থ কংগ্রেস’। শুধুই তা-ই নয়, প্রথমবারের জন্য লোকসভায় সাংসদ হিসাবে নির্বাচিত হয়ে আসা প্রিয়ঙ্কা গান্ধীকে টেনে তোপ দাগেন তিনি। বলেন, ‘কংগ্রেস শুধু প্রিয়ঙ্কা প্রজেক্ট করছে।

আর অম্বেদকর ইস্যুুতে নিজেরা বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে অন্যান্য জোট শরিকদের উপর চাপাচ্ছে।’ তবে এই সকল বিস্ফোরক মন্তব্যের সঙ্গে যে জোট ও অন্যান্য় শরিকদের কোনও যোগাযোগ নেই এই বিষয়টাও কার্যত আকারে ইঙ্গিতে স্পষ্ট করেছেন সুদীপ। জানিয়েছেন, ‘দল নিজের নীতি মেনে এগোচ্ছে এবং ইন্ডিয়া জোটের সঙ্গেও আছে।’কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে তিনি আরও বলেন, “এক দেশ, এক ভোট বিল সংসদে পেশ হওয়ার দিনেই তো আমি আশ্চর্য হয়ে গেলাম। একদিকে মোদি অনুপস্থিত, অন্যদিকে রাহুল গান্ধী অনুপস্থিত।

বিরোধী দলনেতার যদি এই ভূমিকা হয় তা অপ্রত্যাশিত। বিরোধী দল লোকসভায় কোনও কর্মসূচি পালন করলে তা আগে বিরোধী দলকে জানানো উচিত। কিন্তু যেদিন অধিবেশন সেদিন সকাল ১০টায় মিটিং ডেকে সেদিন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ফলে অখিলেশ কিংবা আমি উপস্থিত হতে পারিনি। সব মিলিয়ে কংগ্রেস ইন্ডিয়া জোটের ভূমিকা রক্ষা ও বিরোধী দল হিসেবে প্রকৃত দায়িত্ব পালন করতে পারেনি সংসদে।”

Image – Hindustan Times

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

২০২৪-এ সবথেকে বেশি কী নিয়ে গুগল সার্চ করেছেন ভারতীয়রা?

FacebookWhatsAppEmailShare

ধনখড়ের বিরুদ্ধে ফের অনাস্থা আনবে বিরোধীরা

FacebookWhatsAppEmailShare

‘রাম মন্দির নির্মাণের পর কেউ কেউ নিজেদের হিন্দুত্ববাদী নেতা ভাবছেন’, সতর্ক করলেন ভগবত

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...