‘বর্তমানে যে তদন্ত চলছে আস্থা নেই’, হাইকোর্টে মামলা আরজি করের নির্যাতিতার বাবা-মার
ডিসেম্বর 19, 2024 < 1 min read
অভয়া হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে অভয়ার বাবা-মা তাদের অসন্তুষ্টি প্রকাশ করে কলকাতা হাইকোর্টে নতুন মামলা দায়ের করেছেন। তারা দাবি করেছেন, বর্তমান তদন্তে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না এবং তাদের মেয়ে অভয়ার হত্যার প্রকৃত কারণ উদঘাটিত হয়নি। অভয়ার বাবা-মা এই ঘটনায় খুবই হতাশ এবং তাদের বিশ্বাস, যদি দ্রুত আদালত হস্তক্ষেপ না করে, তবে পরিস্থিতি আরও কঠিন হয়ে যাবে। তারা মনে করছেন, নতুন করে তদন্ত শুরু করতে হবে এবং সঠিক তদন্তের জন্য সিবিআইকে যুক্ত করতে হবে।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলার শুনানিতে অভয়ার বাবা-মায়ের আবেদন মেনে সিবিআইকে মামলাটিতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “এখনই যদি আদালত হস্তক্ষেপ না করে, তবে এই তদন্তের উপর আস্থা হারিয়ে যাবে এবং এটি আরও জটিল হয়ে উঠবে।” বিচারপতি আরও বলেন, “এটি একটি অত্যন্ত গুরুতর মামলা এবং এর সঠিক তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ।” বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এই নির্দেশে অভয়ার পরিবার আশা করছেন যে, সিবিআই নতুন দৃষ্টিকোণ থেকে এই মামলার তদন্ত শুরু করবে, যা তাদের মেয়ে অভয়ার মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে সহায়ক হবে।
3 days ago
3 days ago
বাতিল হবে পাঁচ টাকার মোটা কয়েন? - NewszNow
বাতিল হবে পাঁচ টাকার মোটা কয়েন? NewszNow অর্থনীতি -3 days ago
আচমকা ফেলুদা না করার ঘোষণা সৃজিতের - NewszNow
আচমকা ফেলুদা না করার ঘোষণা সৃজিতের NewszNow বিনোদন -4 days ago
আম্বেদকরকে অপমান অমিত শাহর: প্রিভিলেজ মোশন দাখিল করলেন তৃণমূলের ডেরেক - NewszNow
আম্বেদকরকে অপমান অমিত শাহর: প্রিভিলেজ মোশন দাখিল করলেন তৃণমূলের ডেরেক NewszNow দ...4 days ago