বাংলায় ‘Infosys’-এর নয়া ক্যাম্পাস, বিপুল কর্মসংস্থান
ডিসেম্বর 19, 2024 < 1 min read
বুধবার ইনফোসিসের সেই ডেভেলপমেন্ট সেন্টারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দীর্ঘদিনের টানাপোড়েনের পর অবশেষে কলকাতায় স্থায়ী ঠিকানা পেল এই তথ্যপ্রযুক্তি সংস্থা৷ কলকাতায় উদ্বোধন হল ৪২৬ কোটি টাকায় তৈরি ইনফোসিসের স্থায়ী ডেভেলপমেন্ট সেন্টার৷ এদিন মুখ্যমন্ত্রী জানান, ইনফোসিসের নতুন এই ক্যাম্পাসের দ্বারা বাংলায় বাড়তে চলেছে কর্মসংস্থান। প্রায় ৪ হাজার মানুষ নতুন করে এই কর্মসংস্থানের ফলে ৪ হাজার মানুষের কর্মসংস্থান হতে চলেছে বলে খবর। ১৭ একর জমির উপর তৈরি হচ্ছে এই ক্যাম্পাস।
মমতা বলেন, বাংলা এখন শিল্পের জন্য আদর্শ জায়গা। একাধিক শিল্পের বিকাশ আগামীদিনেও ঘটবে বাংলায় বলে জানান তিনি। তিনি আরও বলেন, ‘ ইউএসএ-র স্টাইলে এখানে দু’হাজার একর জমির ওপর সিলিকন ভ্যালি তৈরি করা হচ্ছে। সেখানে ২৭ হাজার টাকার লগ্নি করা হয়েছে। আইটি জব তৈরি করা হয়েছে ২৫ হাজার। ইতিমধ্যেই বাংলায় ২৮ টি কোম্পানি কাজ শুরু করেছে। আগামী দিনে আরও ৪০টি কোম্পানি কাজ শুরু করবে’ বলে উল্লেখ করেন তিনি। ইনফোসিসের ভূয়সী প্রশংসা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওরা বাংলার জন্য নতুন ইতিহাস তৈরি করল। ওদের দেখে অন্যরাও বাংলায় আসার জন্য উৎসাহ পাবে। শিল্প সংস্থার উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, ফেব্রুয়ারিতে বিশ্ব বাণিজ্য সম্মেলন রয়েছে। সব দেশের শিল্পপতি ও প্রতিনিধিদের বলব, আসুন দেখে যান, বাংলার শিল্পের পরিবেশ।
3 days ago
3 days ago
বাতিল হবে পাঁচ টাকার মোটা কয়েন? - NewszNow
বাতিল হবে পাঁচ টাকার মোটা কয়েন? NewszNow অর্থনীতি -4 days ago
আচমকা ফেলুদা না করার ঘোষণা সৃজিতের - NewszNow
আচমকা ফেলুদা না করার ঘোষণা সৃজিতের NewszNow বিনোদন -4 days ago
আম্বেদকরকে অপমান অমিত শাহর: প্রিভিলেজ মোশন দাখিল করলেন তৃণমূলের ডেরেক - NewszNow
আম্বেদকরকে অপমান অমিত শাহর: প্রিভিলেজ মোশন দাখিল করলেন তৃণমূলের ডেরেক NewszNow দ...4 days ago