NEWSZNOW বাংলা

... ...

বাংলা ENGLISH

পরিবহণ বিভাগে ফিরে যান

মোদী জমানায় রেল দুর্ঘটনা কমেছে ৬০ শতাংশ, হাস্যকর দাবি কেন্দ্রের

ডিসেম্বর 8, 2024 < 1 min read

রাজ্যসভায় রেল দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পেশ করেছে কেন্দ্রীয় রেল মন্ত্রক। তথ্যে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের এপ্রিল থেকে এ পর্যন্ত সারা ভারতে মোট ১৫২টি গুরুতর রেল দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় ৩৬২ জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে ১১ জন রেলকর্মী। আহতের সংখ্যা পৌঁছেছে ৯৫৮-তে।২০১৪-১৫ আর্থিক বছরে সারা দেশে মোট ১৩৫টি রেল দুর্ঘটনা নথিভুক্ত হয়েছিল। কিন্তু ২০২৩-২৪ আর্থিক বছরে এই সংখ্যা কমে এসে দাঁড়িয়েছে ৪০-এ। এই তথ্য থেকে স্পষ্ট, দুর্ঘটনা হ্রাসের ক্ষেত্রে রেল মন্ত্রকের পদক্ষেপ কার্যকর প্রমাণিত হয়েছে। রেল দুর্ঘটনা কমানোর জন্য গত এক দশকে একাধিক আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়েছে।

রেল মন্ত্রকের তথ্য অনুযায়ী, রেল ট্র্যাক, সিগন্যালিং ব্যবস্থার উন্নতি এবং আধুনিকীকরণের কাজ জোরদার করা হয়েছে। পাশাপাশি, যাত্রী সুরক্ষায় নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।মূলত সে সব রেল দুর্ঘটনার কথাই বলা হয়েছে, যে দুর্ঘটনাগুলিতে মানুষের মৃত্যু হয়েছে। অথবা কেউ আহত হয়েছেন। ঠিক কী কারণে দুর্ঘটনা হয়েছে, সেই তালিকাও মোদী সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। সেখানে যেমন রয়েছে রেললাইন, রেলের কামরায় নানা সমস্যার কথা, তেমনই যন্ত্রপাতি অকেজো হয়ে যাওয়া-সহ মানুষের দোষে ভুল হওয়ার বিষয় তুলে ধরা হয়েছে। মোদী সরকারের এমন তথ্য দেখে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, এসব ভুল তথ্য দিয়ে মানুষকে বোকা বানানো যাবে না। রেলের অবস্থার কথা দেশবাসী জানেন। তাই এই নিয়ে নতুন কিছু বলে ভুল।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

এবার কি তবে বিক্রির পথে রেল

FacebookWhatsAppEmailShare

আত্মহত্যা নিয়ন্ত্রণে কলকাতা মেট্রোর বিশেষ ফ্লেক্স

FacebookWhatsAppEmailShare

দুর্ঘটনা ঠেকাতে রেলের বড় উদ‍্যোগ! প্রধান রুটগুলিতে স্থাপন করা হবে কবচ

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...