রাজ্যে ফের আবহাওয়া বদলের ইঙ্গিত, শীত নয় বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা
ডিসেম্বর 7, 2024 < 1 min read
সবে শীতের হালকা আমেজ উপভোগ করতে শুরু করেছিল রাজ্যবাসী৷ আশা ছিল, এবার বুঝি জাঁকিয়ে বসবে শীত৷ কিন্তু, শীত প্রেমীদের জন্য মন খারাপের খবর৷ এখনই কনকনে শীত মালুম হবে না৷ রবিবার থেকেই হবে হাওয়া বদল। পশ্চিমী ঝঞ্ঝা এসে পথ রুখবে উত্তর পশ্চিম হাওয়া৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শনি ও রবিবার দক্ষিণবঙ্গের সর্বত্র শুকনো আবহাওয়াই থাকবে। তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি শুরু হবে।
ভিজতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কিছু অংশ৷ তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বিক্ষিপ্ত ভাবে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর৷ অন্যদিকে সোমবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমানে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার দাপট দেখা দিয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে সোমবার পর্যন্ত তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। তবে তারপর আগামী কয়েকদিন তাপমাত্রা ফের বাড়বে। ফলে এখনই কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই।
3 days ago
3 days ago
বাতিল হবে পাঁচ টাকার মোটা কয়েন? - NewszNow
বাতিল হবে পাঁচ টাকার মোটা কয়েন? NewszNow অর্থনীতি -4 days ago
আচমকা ফেলুদা না করার ঘোষণা সৃজিতের - NewszNow
আচমকা ফেলুদা না করার ঘোষণা সৃজিতের NewszNow বিনোদন -4 days ago
আম্বেদকরকে অপমান অমিত শাহর: প্রিভিলেজ মোশন দাখিল করলেন তৃণমূলের ডেরেক - NewszNow
আম্বেদকরকে অপমান অমিত শাহর: প্রিভিলেজ মোশন দাখিল করলেন তৃণমূলের ডেরেক NewszNow দ...4 days ago