সাইবার অপরাধে সতর্ক করে দেবে কমিক স্ট্রিপ
ডিসেম্বর 4, 2024 < 1 min read
সাইবার প্রতারণা বা ডিজিটাল অ্যারেস্ট এই শব্দগুলি আজকের দিনে শোনেননি এমন লোকের সংখ্যা নিতান্তই কম। প্রত্যেকদিন প্রায় নিয়ম করে এই ধরনের অভিযোগ শোনা যায়। সাধারণ মানুষ কিছু বুঝে উঠতে পারার আগেই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উঠাও হয়ে যায়।
প্রায় প্রতিদিনই কিছু বোঝার আগেই এ ধরনের জালিয়াতির শিকার হচ্ছেন অনেকে। ভয়েস ক্লোনিংয়ের মাধ্যমেও এই ধরনের জালিয়াতির ফাঁদ পাতা হচ্ছে। পুলিশ ও সাইবার সিকিউরিটি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে সতর্কতা বড় অস্ত্র হতে পারে। সাধারণ মানুষ যদি এই বিষয়গুলি নিয়ে অবগত হন। তাদের কাছে এই নিয়ে যদি তথ্য থাকে, তাহলে এ ধরনের জালিয়াতি রুখে দেওয়া সম্ভব। ডিজিটাল প্রতারণা বন্ধ করতে উদ্যোগ নিয়েছে রাজ্য তথ্যপ্রযুক্তি দফতর।
সাইবার ফাঁদ থেকে মানুষকে সচেতন করতে বুক লঞ্চ করলেন দফতরের মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি জানিয়েছেন, এই বইয়ে কার্টুনের মাধ্যমে বাচ্চা থেকে বয়স্ক সকলকে সচেতন করা হবে। আপাতত বই লঞ্চ করা হলেও এরপর ডিজিটাল অ্যাপও চালু করা হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবুল জানিয়েছেন, সম্প্রতি কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের প্রায় ৩ হাজারের বেশি কর্মীকে তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে সাইবার সুরক্ষা নিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে। তাঁর আশা, এই ট্রেনিংয়ের মাধ্যমে এবং সচেতনতার দ্বারা সাধারণ মানুষকে সাইবার প্রতারণার হাত থেকে বেশি মাত্রায় বাঁচানো সম্ভব হবে।
6 days ago
অভিষেকের নির্দেশে পদক্ষেপ, বাদ পড়া মুখপাত্রদের ফোন ডেরেক ও’ব্রায়েনের - NewszNow
অভিষেকের নির্দেশে পদক্ষেপ, বাদ পড়া মুখপাত্রদের ফোন ডেরেক ও’ব্রায়েনের NewszNo...7 days ago
ওয়াকফ বিলের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা - NewszNow
ওয়াকফ বিলের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা NewszNow বাংলা -7 days ago
7 days ago
বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক গ্রেফতার, কয়েক কোটি টাকার প্রতারণা - NewszNow
বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক গ্রেফতার, কয়েক কোটি টাকার প্রতারণা NewszNow খবর -7 days ago
‘বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানো হোক’,মোদীকে প্রস্তাব মমতার
বিস্তারিত >
#MamataBanerjee #Assembly #AbhishekBanerjee #TMC #NewszNow