পিছিয়ে গেল জামিনের শুনানি, একমাস জেলেই কাটাতে হবে চিন্ময় কৃষ্ণ দাসকে
ডিসেম্বর 3, 2024 < 1 min read
আইনজীবী না থাকায় পিছিয়ে গেল সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি। জানা গিয়েছে, বাংলাদেশের এই হিন্দু সন্ন্যাসীর পরবর্তী জামিন শুনানি হবে আগামী ২ জানুয়ারি। অর্থাৎ, আরও প্রায় একমাস পিছিয়ে গেল তাঁর জামিনের শুনানি। যদিও গতকাল থেকেই চিন্ময় কৃষ্ণদাসের জামিন আটকাতে গতকাল তাঁর নামে ফের একটি মামলা করা হয়েছিল। জামিন অযোগ্য ধারায় এই মামলাটি দায়ের করেছেন এনামুল হক চৌধুরী নামের এক ব্যক্তি। তিনি চট্টগ্রাম কোতয়ালি থানায় চিন্ময় কৃষ্ণদাস সহ মোট ৭১ জনের নামে এই মামলাটি দায়ের করেন। তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে এই মামলাটি করা হয়েছে। এর বিরুদ্ধে বাংলাদেশের সনাতনীরা ফের সরব হয়েছিলেন।
প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর ইসকনের ওই সন্ন্য়াসীকে আদালতে তোলার পর এলাকায় গোলমালে এক আইনজীবী নিহত হন। সোমবার তাঁর স্মরণে আদালত চত্বরে সভা ও পদযাত্রা করেন চট্টগ্রাম আদালতের আইনজীবীরা।এর পরে গতকাল ফের সন্ন্যাসীর হয়ে আদালতে সওয়াল করার কারণে চিন্ময়কৃষ্ণর আইনজীবীর ওপর নৃশংস হামলা চালানোর অভিযোগ উঠেছে। আক্রান্ত আইনজীবীর নাম রমেন রায়। স্থানীয় সূত্রের খবর, সন্ন্যাসীর হয়ে মামলা লড়ার অভিযোগে এর আগে রমেনবাবুকে হুমকি দেওয়া হয়েছিল। তারপরও তিনি সন্ন্যাসীর হয়ে মামলা লড়ার সিদ্ধান্তে অনড় ছিলেন। তারই জেরে এই হামলা বলে মনে করা হচ্ছে।
6 days ago
অভিষেকের নির্দেশে পদক্ষেপ, বাদ পড়া মুখপাত্রদের ফোন ডেরেক ও’ব্রায়েনের - NewszNow
অভিষেকের নির্দেশে পদক্ষেপ, বাদ পড়া মুখপাত্রদের ফোন ডেরেক ও’ব্রায়েনের NewszNo...6 days ago
ওয়াকফ বিলের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা - NewszNow
ওয়াকফ বিলের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা NewszNow বাংলা -6 days ago
6 days ago
বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক গ্রেফতার, কয়েক কোটি টাকার প্রতারণা - NewszNow
বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক গ্রেফতার, কয়েক কোটি টাকার প্রতারণা NewszNow খবর -6 days ago
‘বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানো হোক’,মোদীকে প্রস্তাব মমতার
বিস্তারিত >
#MamataBanerjee #Assembly #AbhishekBanerjee #TMC #NewszNow