চিন্ময়ের গ্রেফতার ও সংখ্যালঘু নির্যাতনের ব্যাখ্যা নিয়ে জাতিসংঘে বিবৃতি বাংলাদেশের
নভেম্বর 30, 2024 < 1 min read
সনাতন জাগরণ মঞ্চের চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে জাতিসংঘে জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ ও জেনেভায় অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তারেক মো.আরিফুল ইসলাম এক বিবৃতিতে এ কথা জানান। বিবৃতিতে ইসলাম বলেন, ‘আমরা অত্যন্ত হতাশার সাথে লক্ষ্য করছি যে শ্রী চিন্ময় দাসের গ্রেপ্তারকে কিছু বক্তা ভুলভাবে ব্যাখ্যা করেছেন, তাঁকে আসলে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি আদালত মাধ্যমে মীমাংসা করা হচ্ছে।’
আরিফুল ইসলাম বলেন, ‘দুর্ভাগ্যবশত, বাংলাদেশের জনগণ যখন ধর্মীয় সম্প্রীতির গৌরবময় দৃষ্টান্ত স্থাপন করছে, তখন আমরা অতিরঞ্জিত, ভিত্তিহীন ও বানোয়াট প্রতিবেদন এবং সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে স্বার্থান্বেষী মহলের ইচ্ছাকৃত ভুল তথ্য ও বিভ্রান্তির ছড়াছড়ি লক্ষ্য করছি।’ এদিকে, সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের উপর হামলা, নির্যাতনের ঘটনা নিয়ে ভারত সরব হওয়ায় পাল্টা নিশানা করেছে বাংলাদেশ। সে দেশের সরকার ও বিরোধী দলের একাধিক নেতা ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন। আলোচনায় টেনেছেন বাবরি থেকে সম্ভলের মসজিদ প্রসঙ্গ।বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য, ভারতে সংখ্যালঘুরা নিরাপদ নয়। সেখানে তাদের উপর নিপীড়ন, নির্যাতনের ঘটনাগুলি নিয়ে ভারত সরকার নীরব।প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশের সংবাদমাধ্যমকে সত্য ঘটনা তুলে ধরে ভারতের প্রচারের জবাব দেওয়ার আর্জি জানিয়েছেন।
3 days ago
3 days ago
বাতিল হবে পাঁচ টাকার মোটা কয়েন? - NewszNow
বাতিল হবে পাঁচ টাকার মোটা কয়েন? NewszNow অর্থনীতি -4 days ago
আচমকা ফেলুদা না করার ঘোষণা সৃজিতের - NewszNow
আচমকা ফেলুদা না করার ঘোষণা সৃজিতের NewszNow বিনোদন -4 days ago
আম্বেদকরকে অপমান অমিত শাহর: প্রিভিলেজ মোশন দাখিল করলেন তৃণমূলের ডেরেক - NewszNow
আম্বেদকরকে অপমান অমিত শাহর: প্রিভিলেজ মোশন দাখিল করলেন তৃণমূলের ডেরেক NewszNow দ...4 days ago