আত্মহত্যা নিয়ন্ত্রণে কলকাতা মেট্রোর বিশেষ ফ্লেক্স
নভেম্বর 30, 2024 < 1 min read
মেট্রোয় চরম পদক্ষেপ করার ঘটনা রুখতে দিনকয়েক আগেই বসানো হয়েছে গার্ডরেল ৷ এবার নয়া উদ্যোগ কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের৷ জীবনের মাহাত্ম্য বোঝাতে মেট্রোর প্ল্যাটফর্মে দেওয়া হল সতর্কতামূলক ব্যবস্থা৷ শহর কলকাতার পরিবহণের লাইফলাইন মেট্রোরেল। অনেক অল্প সময়ে যানজট এড়িয়ে শহরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে পৌঁছে যেতে যাত্রীদের প্রথম পছন্দ মেট্রো। তবে চরম সিদ্ধান্ত নেওয়ার জন্য এই মেট্রোরেলকেই বেছে নেন অনেকে। কলকাতা মেট্রোর মেন লাইন বা ব্লু লাইনে এমন ঘটনা বর্তমানে নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে । যার জেরে ভোগান্তির মুখে পড়তে হয় যাত্রীদের৷
গিরিশ পার্ক, কালীঘাট-সহ একাধিক মেট্রো স্টেশনে লাগানো হয়েছে ফ্লেক্স। কোনটিতে লেখা, ‘জীবন একটা যাত্রা। আগেভাগে জীবন শেষ করে দেবেন না।’ কোনও ফ্লেক্সে আবার মনে করিয়ে দেওয়া হয়েছে, পরিবার অপেক্ষায় রয়েছে। উদ্দেশ্য একটাই, যাতে ভুল সিদ্ধান্ত নেওয়ার মুহূর্তে চোখে পড়ে এই ফ্লেক্স। এই পোস্টারগুলিকে এমনভাবেই ট্র্যাকের দিকের দেওয়ালে লাগানো হয়েছে, যিনি চরম কোনও পদক্ষেপ করতে প্ল্যাটফর্মে প্রবেশ করছেন তিনি একেবারে শেষ মুহূর্তে সেই পোস্টারটি দেখে যাতে জীবন শেষ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নেওয়া থেকে সরে আসেন৷ মেট্রোরেল সূত্রে খবর যে, আপাতত দুটি স্টেশনে লাগানো হলেও ধীরে ধীরে আরও আটটি স্টেশনে লাগানো হবে এ ধরনের সতর্কতামূলক বার্তার পোস্টার।
4 days ago
4 days ago
4 days ago
4 days ago
4 days ago