অভিষেকের নেতৃত্বে ‘ডক্টরস সামিট–২০২৪’, ডাক্তারদের সঙ্গে সরাসরি কথা
নভেম্বর 30, 2024 < 1 min read
গত কয়েক মাসে আরজি করের ঘটনাকে সামনে রেখে আন্দোলনের পর চিকিৎসকেরাই তৃণমূল কংগ্রেসের কাছে অন্যতম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এবার সেই দুর্বলতাকেই শক্তিতে পরিণত করতে উদ্যোগী হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসংযোগকে অন্য মাত্রায় নিয়ে গিয়ে ১২০০ ডাক্তারকে নিয়ে মেগা সম্মেলন করবেন তিনি। যার ভরকেন্দ্র অবশ্যই ডায়মন্ড হারবার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরজি কর ঘটনার অস্বস্তি কাটাতে ‘অপরাজিতা’ বিলকে অস্ত্র করতে চলেছেন। গোটা রাজ্যে অপরিজিতা বিল কার্যকর না হওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে ব্লক থেকে শুরু করে শহরের রাজপথে নামিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। ঠিক তখন আরও স্পষ্ট করে বলতে গেলে একই দিনে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চিকিৎসক সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
অভিষেকের এই কর্মসূচির কিছু বৈশিষ্ট্য রয়েছে। জানা গিয়েছে, শনিবারের কর্মসূচিতে যোগ দেবেন ১২০০-রও বেশি চিকিৎসক। তার মধ্যে থাকবেন ৩০০ বেশি জুনিয়র চিকিৎসক। থাকবেন ৩০০-র বেশি মহিলা চিকিৎসকও। মূলত আগামিকালের মেগা সম্মেলন থেকে ডায়মন্ড হারবারের সাত বিধানসভায় ১০ দিন ধরে মেডিক্যাল ক্যাম্প আয়োজনের কথা ঘোষণা করা হতে পারে। তারই আনুষ্ঠানিক সূত্রপাত হবে শনিবার। এই কর্মসূচিটি হবে সমন্বয় অডিটোরিয়ামে। সভার প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়।প্রতি বছর এই সময়ে এমপি কাপের আয়োজন করেন অভিষেক। কিন্তু এবারের আবহ আলাদা। ফলে সেই এমপি কাপ স্থগিত রেখে এবার এত বড় মাপের এই স্বাস্থ্য পরিষেবার আয়োজন। প্রতিটি বিধানসভায় অন্তত ৪০টি শিবির করার পরিকল্পনা রয়েছে।
6 days ago
অভিষেকের নির্দেশে পদক্ষেপ, বাদ পড়া মুখপাত্রদের ফোন ডেরেক ও’ব্রায়েনের - NewszNow
অভিষেকের নির্দেশে পদক্ষেপ, বাদ পড়া মুখপাত্রদের ফোন ডেরেক ও’ব্রায়েনের NewszNo...6 days ago
ওয়াকফ বিলের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা - NewszNow
ওয়াকফ বিলের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা NewszNow বাংলা -6 days ago
6 days ago
বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক গ্রেফতার, কয়েক কোটি টাকার প্রতারণা - NewszNow
বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক গ্রেফতার, কয়েক কোটি টাকার প্রতারণা NewszNow খবর -6 days ago
‘বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানো হোক’,মোদীকে প্রস্তাব মমতার
বিস্তারিত >
#MamataBanerjee #Assembly #AbhishekBanerjee #TMC #NewszNow