NEWSZNOW বাংলা

... ...

বাংলা ENGLISH

কলকাতা বিভাগে ফিরে যান

আদানি কাণ্ডে সংসদ সচল রেখেই প্রতিবাদে তৃণমূল

নভেম্বর 28, 2024 < 1 min read

দুর্নীতির ইস্যু যে মানুষকে খুব বেশি নাড়া দিচ্ছে না ভোটে জনমতেই তার প্রতিফলন মিলছে বলে রাজনীতির কারবারিরা মনে করছেন। তাই শুধু মাত্র কর্পোরেট জগতের দুর্নীতি নয়। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পর্ক থাকা একশো দিনের কাজে টাকা বন্ধ হওয়া, মণিপুরের হিংসার মতো বিষয়গুলিকে প্রাধান্য দেওয়া দরকার। সংসদের চলতি শীতকালীন অধিবেশনে সেগুলিকেই গুরুত্ব দিতে চাইছে তৃণমূল ।

কংগ্রেসের কথায় শুধু গৌতম আদানি ইস্যুতে সংসদ অচল করে দেওয়ার পক্ষে নয় মা-মাটি-মানুষের দল। এমনটাই বক্তব্য ঘাসফুল শিবিরের। তৃণমূলের লোকসভার সদস্য কাকলি ঘোষদস্তিদার এবং রাজ্যসভার সদস্য ডেরেক ও’ব্রায়েন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, একটি মাত্র ইস্যুতে (আদানি বিতর্ক) সীমাবদ্ধ থাকবে না কেন্দ্রবিরোধী লড়াই। এই কাজে তারা সংসদের দুই কক্ষের কাজ যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, এবং সরকার প্রশ্নের জবাব দিতে বাধ্য হয়, সে ব্যবস্থা চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

সংসদের দুই কক্ষে সাংসদ সংখ্যার নিরিখে তৃণমূলের গুরুত্ব আরও বেড়েছে। সংসদের শীতকালীন অধিবেশনের আগে বিরোধী জোটের বৈঠকও গরহাজির থেকেছেন তৃণমূল সাংসদরা। এবার তারা স্পষ্ট জানিয়ে দিল, চাপিয়ে দেওয়া ইস্যুর সমর্থনে সংসদের দুই কক্ষ অচল করে দেওয়ার পক্ষে নয় তারা। বরং সাধারণ মানুষের সমস্যাকে তুলে ধরা হবে। এমনভাবে তা তুলে ধরা হবে যাতে সংসদে সেই প্রশ্নের জবাব দিতে বাধ্য হয় সরকার।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

পথকুকুর খাওয়ানোর ক্ষেত্রে এ বার মানতেই হবে একাধিক নিয়ম

FacebookWhatsAppEmailShare

হাওড়া স্টেশনে বাড়ছে প্লাটফর্মের সংখ্যা

FacebookWhatsAppEmailShare

শীতের মুখে ফের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি, সপ্তাহান্তে বর্ষণের সম্ভাবনা একাধিক জেলায়

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...