মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদ নিয়ে মহা জট
নভেম্বর 27, 2024 < 1 min read
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে গত কয়েকদিন কেটে গিয়েছে। কিন্তু এখনও সরকার গঠন সম্ভব হয়নি। মারাঠা রাজ্যের মসনদে কে? তা এখনও চূড়ান্ত করে উঠতে পারেনি ‘মহাজুটি’ জোট। তবে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন দেবেন্দ্র ফড়নবীশ। গতবার আসন সংখ্যা বেশি থাকলেও মহারাষ্ট্র সরকারে উপ মুখ্যমন্ত্রী পদ পেয়েছে বিজেপি।
কিন্তু এবার তা চায় না। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে দেবেন্দ্র ফড়নবীশকেই চান শাহ-নাড্ডারা। অন্যদিকে ডেপুটি মুখ্যমন্ত্রী পদের জন্য একনাথ শিন্ডেকে জানানো হয়েছে বলে খবর। আর তাতেই শিণ্ডে শিবিরে কার্যত বিদ্রোহের আগুন ক্রমশ চড়ছে। সবভারতীয় এক সংবাদমাধ্যমে শিণ্ডে ঘনিষ্ঠ এক শিবসেনা নেতা সঞ্জয় সিরদাট জানিয়েছেন, উপ-মুখ্যমন্ত্রী পদ কখনই মানা হবে না।অন্য দিকে, বুধবারই দলের সাংসদ তথা মুখপাত্র নরেশ মাশকে বলেন, “আমরা উদ্ধব ঠাকরে নই যে, মুখ্যমন্ত্রী করা না-হলে জোট ছেড়ে দেব। যদি ‘মহাজুটির’ শরিক দলের সবাই দেবেন্দ্র ফডণবীসকে নেতা হিসাবে মেনে নেয়, তবে আমরাও তা মেনে নেব।”
6 days ago
6 days ago
6 days ago
ঝাড়খণ্ডে এবার কার সরকার? প্রকাশ্যে এল এক্সিট পোলের ফল - NewszNow
ঝাড়খণ্ডে এবার কার সরকার? প্রকাশ্যে এল এক্সিট পোলের ফল NewszNow দেশ -6 days ago
6 days ago
মহারাষ্ট্রে সরকার গড়বে কারা? কী ইঙ্গিত দিচ্ছে সাট্টা বাজার! - NewszNow
মহারাষ্ট্রে সরকার গড়বে কারা? কী ইঙ্গিত দিচ্ছে সাট্টা বাজার! NewszNow দেশ -