জালিয়াতি রুখতে আসছে নয়া প্যান কার্ড
নভেম্বর 26, 2024 < 1 min read
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সম্পর্কিত ক্যাবিনেট কমিটি (সিসিইএ) ভারতে সম্পূর্ণ কাগজবিহীন এবং অনলাইন ব্যবস্থা তৈরির লক্ষ্যে ভারতের আয়কর বিভাগের প্যান ২.০ প্রকল্প অনুমোদন করেছে। আরও আধুনিক, আরও স্মার্ট হয়ে যাচ্ছে প্যান কার্ড। একেবারে বিনাপয়সা আপগ্রেড করে নিতে পারবেন এই প্যান কার্ডের। এবার প্যান কার্ডের সঙ্গে যুক্ত থাকবে কিউআর কোড।
সোমবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন। এই নতুন সিস্টেম হবে একেবারে পেপারবিহীন। PAN, TAN, TIN-কে একসূত্রে গাঁথার উদ্যোগও নেওয়া হবে।প্যান ২.০ প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে ১৪৩৪ কোটি টাকা।কী কী সুবিধা পাওয়া যাবে নতুন এই প্রকল্পে? বিবৃতির মাধ্যমে তা বিশদে জানিয়েছে কেন্দ্র। বলা হয়েছে, প্যান কার্ডে কিউআর কোড থাকার ফলে আয়করদাতাদের আর্থিক লেনদেন অনেক সহজ এবং স্বচ্ছ হয়ে উঠবে। পাশাপাশি, উন্নত মানের এবং দ্রুত পরিষেবা পাওয়া যাবে। ব্যক্তিগত তথ্য এবং অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। আর্থিক জালিয়াতির ভয় কিছুটা হলেও কমবে।
5 days ago
5 days ago
5 days ago
ঝাড়খণ্ডে এবার কার সরকার? প্রকাশ্যে এল এক্সিট পোলের ফল - NewszNow
ঝাড়খণ্ডে এবার কার সরকার? প্রকাশ্যে এল এক্সিট পোলের ফল NewszNow দেশ -5 days ago
5 days ago
মহারাষ্ট্রে সরকার গড়বে কারা? কী ইঙ্গিত দিচ্ছে সাট্টা বাজার! - NewszNow
মহারাষ্ট্রে সরকার গড়বে কারা? কী ইঙ্গিত দিচ্ছে সাট্টা বাজার! NewszNow দেশ -