NEWSZNOW বাংলা

... ...

বাংলা ENGLISH

কলকাতা বিভাগে ফিরে যান

ওয়াকফ বিলের বিরোধিতায় পথে তৃণমূল

নভেম্বর 26, 2024 < 1 min read

ওয়াকফ নিয়ে এই মুহূর্তে উত্তাল দেশের রাজনীতি । চলতি শীতকালীন অধিবেশনে এই ওয়াকফকে কেন্দ্র করে সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে ওয়াকফ নিয়ে চলতি বিধানসভার শীতকালীন অধিবেশনে একটি রেজোলিউশন এনে কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা করা হতে পারে বলে এখনও পর্যন্ত বিধানসভা সূত্রে খবর। আর এই অবস্থায় এবার এই নিয়েই ময়দানে নামছে তৃণমূল কংগ্রেস।

আগামী ৩০ নভেম্বর রানি রাসমণি রোডে ওয়াকফ নিয়ে মেগা সম্মেলন করতে চলেছে রাজ্যের শাসকদল৷ওয়াকফ নিয়ে দলের সংখ্যালঘু সেলকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই এই বিষয় নিয়ে কর্মসূচি নিয়েছে সংখ্যালঘু সেল। জানা গিয়েছে, ৩০ নভেম্বর রানি রাসমণি রোডে ওয়াকফ নিয়ে মেগা সম্মেলন করবে তৃণমূল। যেখানে প্রধান বক্তা হতে চলেছেন ওয়াকফ নিয়ে সংসদে যৌথ সংসদীয় কমিটির সদস্য তথা বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । সোমবার বিধানসভায় এই সম্মেলনের কথা জানিয়েছেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন। তিনি জানান, ইতিমধ্যেই এই নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে দল৷তৃণমূল নেত্রীর নির্দেশে সংখ্যালঘু সেলের চেয়ারম্যান মোশারফ হোসেন প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেবেন। তিনি বলেন, ‘‘ওয়াকফের সম্পত্তি পূর্বপুরুষ দান করে গিয়েছেছেন।

ঘুরপথে, চক্রান্ত করে অগণতান্ত্রিক ভাবে আইন এনে বিজেপি তা দখল করতে চাইছে। এই চক্রান্ত সফল হবে না। প্রতিবাদে রাজপথে সংগ্রাম চলবে।’’ তবে দিল্লিতে অধিবেশন চলাকালীন তৃণমূল কি আলাদাভাবেই ওয়াকফ বিলের প্রতিবাদ করবে নাকি কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের সঙ্গে আলোচনার মাধ্যমে বিরোধিতার পথ ঠিক করবে, তা দেখার।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

শীতের মুখে ফের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি, সপ্তাহান্তে বর্ষণের সম্ভাবনা একাধিক জেলায়

FacebookWhatsAppEmailShare

নিলামের পর কেমন হল কেকেআরের সম্পূর্ণ দল?

FacebookWhatsAppEmailShare

ময়নাতদন্তে বাধ্যতামূলক ‘বডি চালান’, নির্দেশ লালবাজারের

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...