সংসদে শীতকালীন অধিবেশন,কোন ইস্যুতে রণকৌশল তৃণমলের?
নভেম্বর 25, 2024 2 min read
তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে দলের রণকৌশল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিশদে ব্যাখ্যা করলেন। আসন্ন অধিবেশনে কংগ্রেস আদানি–বিতর্কে হইচই করতে চলেছে তা আগেই স্পষ্ট করেছেন রাহুল গান্ধী।সংসদে অধিবেশন চলার সময়ে বিরোধী দলগুলি কক্ষ সমন্বয় করে। জোড়াফুল বিরোধী ইন্ডিয়া ব্লকের অংশ হলেও কংগ্রেসের সুরে সুর না মিলিয়ে নিজস্ব অবস্থান বজায় রাখে। অতীতে জোড়াফুলের সংসদীয় টিম কংগ্রেসের তালে তাল না–মিলিয়ে পৃথক ভাবে একাধিক ইস্যুতে সংসদে বিজেপি সরকারের বিরোধিতা করেছে।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার দলের ‘দিল্লির মুখপাত্র’ হিসেবে দায়িত্ব পেলেন। সোমবার তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত ঘোষণা করেন। অভিষেকের এই নতুন ভূমিকায় নয়াদিল্লিতে জাতীয় রাজনীতিতে দলের অবস্থান জানানো এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে প্রতিক্রিয়া দেওয়ার দায়িত্ব থাকবে।
তৃণমূলের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, এই দায়িত্ব মানে অভিষেকের কার্যপরিধি সীমাবদ্ধ নয়। তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে যে কোনও বিষয়ে মত প্রকাশ করতে পারবেন। বৈঠকে অভিষেক গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করেছেন, যেমন বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিল কার্যকর না হওয়ার বিষয়টি নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য ব্লকে ব্লকে কর্মসূচি নেওয়ার প্রস্তাব দেন।
মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির মুখপাত্র হিসেবে আরও কয়েকজন নেতাকে দায়িত্ব দিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন ডেরেক ও’ব্রায়েন, সুস্মিতা দেব, কাকলি ঘোষদস্তিদার, সাগরিকা ঘোষ এবং কীর্তি আজাদ। এছাড়াও অর্থনৈতিক, শিল্প, উত্তরবঙ্গ ও চা-বাগান সম্পর্কিত বিষয়ের জন্য আলাদা মুখপাত্র নিযুক্ত করা হয়েছে। জাতীয় ওয়ার্কিং কমিটিতে স্পষ্টভাবে বলা হয়েছে হয়েছে সংসদের শীতকালীন অধিবেশনের মূল যে বিষয়গুলি নিয়ে তৃণমূল বলবে :
১. মূল্য বৃদ্ধি
২. মুদ্রাস্ফীতি
৩. বেকারত্ব
৪. বাংলার জন্য আবাস যোজনা এবং অন্যান্য তহবিল থেকে বঞ্চনা
৫. সার
৬. উত্তর পূর্ব ও মণিপুর হিংসা