১৭,০০০ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান করল কেন্দ্র
নভেম্বর 22, 2024 < 1 min read
প্রায় ১৭ হাজারেরও বেশি হোয়াটসঅ্যাপ অ্য়াকাউন্ট ব্লক করল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, এই অ্যাকাউন্টগুলির বেশিরভাগই কম্বোডিয়া, মায়ানমার, লাওস ওবং থাইল্যান্ডে ট্রেস করা হয়েছে। সম্ভবত সেখান থেকেই সাইবার জালিয়াতির কাজকর্ম চালানো হত। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই পদক্ষেপ গ্রহণ করেছে। সাইবার ক্রাইম কো অর্ডিনেশন সেন্টার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলি ব্যান করেছে। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতেই এই অ্যাকাউন্টগুলি ব্যান করা হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সেই অভিযোগের রিভিউ করে তারপপরেই এই পদক্ষেপ গ্রহণ করেছে। প্রথমেই খতিয়ে সন্দেহজনক অ্যাকাউন্টগুলি চিহ্নিত করা হয়। তারপর হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে সেই অ্যাকাউন্টগুলি বন্ধের নির্দেশ দেওয়া হয়। তবে দেশের বাইরে থেকে অ্যাকাউন্টগুলি পরিচালিত হওয়ায় বন্ধ করতে ঝক্কি পোয়াতে হয়েছে সরকারের আধিকারিকদের। জানা গিয়েছে, অত্যাধুনিক প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় এই অ্যাকাউন্টগুলো শনাক্ত করতে সক্ষম হন গোয়েন্দারা।
5 days ago
5 days ago
5 days ago
ঝাড়খণ্ডে এবার কার সরকার? প্রকাশ্যে এল এক্সিট পোলের ফল - NewszNow
ঝাড়খণ্ডে এবার কার সরকার? প্রকাশ্যে এল এক্সিট পোলের ফল NewszNow দেশ -5 days ago
5 days ago
মহারাষ্ট্রে সরকার গড়বে কারা? কী ইঙ্গিত দিচ্ছে সাট্টা বাজার! - NewszNow
মহারাষ্ট্রে সরকার গড়বে কারা? কী ইঙ্গিত দিচ্ছে সাট্টা বাজার! NewszNow দেশ -