ভারত-অস্ট্রেলিয়া পার্থ টেস্টে কেমন হবে ভারতের প্রথম একাদশ?
নভেম্বর 21, 2024 < 1 min read
শুক্রবার ভারতীয় সময় সকাল ৭.৫০-এ শুরু হবে বহু প্রতীক্ষিত বর্ডার-গাভাসকর ট্রফি। ভারত এবং অস্ট্রেলিয়া, দুই যুযুধান প্রতিপক্ষ প্রথম টেস্টে মুখোমুখি হবে পার্থের অপ্টাস স্টেডিয়ামে। প্যাট কামিন্সের সঙ্গে টস করতে নামবেন জসপ্রীত বুমরা। রোহিত শর্মা না থাকায় তিনি এই ম্যাচে অধিনায়কত্ব করবেন। এই টেস্টে প্রথম একাদশে কাকে রাখেন গৌতম গম্ভীর, সেই দিকে নজর থাকবে প্রত্যেকের।
কারণ অজি সফরে গিয়ে চোট লেগেছে শুভমন গিলের। তিনি খেলবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। পাশাপাশি বিরাট এবং রাহুলের অল্প চোট রয়েছে।সাধারণত অস্ট্রেলিয়ার পিচে খুব একটা বল টার্ন করতে দেখা যায় না। পেসারদের জন্যই এমন ধরণের পিচ বানানো হয়। ফলে গম্ভীর অতিরিক্ত পেসার হিসাবে আকাশ দীপকে রাখতে পারেন। সেক্ষেত্রে তিন পেসার নিয়ে পারথে নামবে ভারত। যদিও আরও এক বঙ্গ তারকা অভিমন্যু ঈশ্বরণের সুযোগ হচ্ছে না এই ম্যাচে।
প্রথমে আন্দাজ করা গিয়েছিল, রোহিত শর্মা যদি প্রথম টেস্টে না খেলেন তাহলে অভিমন্যু টপ অর্ডারে নামতে পারেন। কিন্তু সেই জায়গায় কেএল রাহুলের খেলার সম্ভাবনা প্রবল। ফলে বঙ্গ তারকার এবারও শিকে ছিড়ল না বলা চলে। ভারতের সম্ভাব্য একাদশ হতে পারে এরকম: যশস্বী, রাহুল, দেবদত্ত পাডিক্কাল, বিরাট, ঋষভ, ধ্রুব জুড়েল, নীতীশ কুমার রেড্ডি, অশ্বিন/জাদেজা, হর্ষিত রানা, বুমরা, সিরাজ।
Image – ICC
NewszNow
বাংলা থেকে নিরপেক্ষ সংবাদ | Unbiased news from Bengal
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রাত্য’র - NewszNow
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রা...দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা - NewszNow
দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা NewszNow পার্বণ -কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার - NewszNow
কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার ...