বিধানসভা নির্বাচনের আগে জনমত বুঝতে জনসংযোগ কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
নভেম্বর 18, 2024 < 1 min read
পরপর তিনবার সরকার গঠন করে হ্যাটট্রিক করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সামনেই চতুর্থ পরীক্ষা। এবারের লক্ষ্য ২৬-এর বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে নিজেদের জয় নিশ্চিত করতেই ‘নবজোয়ার’ কর্মসূচি প্রস্তুতি শুরু করে দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে খুব তাড়াতাড়ি আমার মাঠে নামছেন অভিষেক। তৃণমূলের ‘নবজোয়ার’ কর্মসূচির হাত ধরেই দলকে একাধিক নির্বাচনে সাফল্য পাইয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সংগঠনকে বুথমুখী করতেই আগামীদিনে শুরু হবে বেশ কিছু নতুন কর্মসূচি।জনসংযোগ কর্মসূচির পাশাপাশি সংগঠনকে মজবুত করতেই এই বৃহৎ কর্মসূচি নেওয়া হচ্ছে। আর এই কর্মসূচির নেপথ্যে থাকছে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। উন্নততর তৃণমূল গড়ে তুলতেই দলে শুদ্ধকরণ এবং প্রশাসনে সংশোধনের ‘প্রমাণ’ নিয়ে এবার দ্বিতীয় দফায় ময়দানে নামতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচির ধাঁচে রাজ্যব্যাপী বড় জনসংযোগ কর্মসূচিতে নানা সরকারি প্রকল্পকে সামনে নিয়ে আসা হবে। কারও কোনও সমস্যা থাকলে এই কর্মসূচি থেকেই তা পূরণ করা হবে। কেউ যদি সরকারি প্রকল্প না পেয়ে থাকেন অথচ তিনি যোগ্য তাহলে তা পাইয়ে দেওয়া হবে।
NewszNow
বাংলা থেকে নিরপেক্ষ সংবাদ | Unbiased news from Bengal
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রাত্য’র - NewszNow
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রা...দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা - NewszNow
দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা NewszNow পার্বণ -কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার - NewszNow
কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার ...