ডিগ্রি মিলবে চটজলদি! কম সময়ে কোর্স শেষের নিয়ম আনছে ইউজিসি
নভেম্বর 18, 2024 < 1 min read
সম্প্রতি চেন্নাইতে একটি অনুষ্ঠানে এসে ইউজিসির প্রধান তথা চেয়ারম্যান এম জগদীশ কুমার জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এখন থেকে ছাত্র-ছাত্রীদের যাতে আরও কম সময়ে স্নাতকের ডিগ্রি দেওয়া যায়, তা নিয়ে চিন্তা ভাবনা করছে। এই স্নাতক ডিগ্রি এখন ৩ বছরের জায়গায় ২ বছরেই মিলবে ছাত্রদের। কী নিয়ম আসতে চলেছে ? আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৫-২০২৬ থেকেই এই প্রক্রিয়া চালু হয়ে যেতে পারে।
এক্ষেত্রে তিন বা চার বছরের ডিগ্রি কোর্স, পূর্ণ মেয়াদ অতিক্রান্ত হওয়ার মাস ছয়েক বা এক বছর আগেই শেষ করতে পারবেন শিক্ষার্থীরা। মানে তিন বছরের স্নাতক ডিগ্রি কোর্সের ক্ষেত্রে ছ’মাস আগে এবং চার বছরের কোর্সের ক্ষেত্রে এক বছর আগে, কোর্স শেষ করা যাবে। ফলে ডিগ্রিও মিলবে সময়ের আগেই।প্রতিটি বিষয় নিয়ে স্নাতক পড়তে আসা ছেলেমেয়েরা এই নীতি থেকে সুবিধে পাবেন। যদি কোনো ছাত্র-ছাত্রী ২ বছরের মধ্যে ক্রেডিট স্কোর সম্পন্ন করে, তার পক্ষে ৩ বছর এবং ৫ বছরের জন্য ডিগ্রি করতে পারবেন।
মেধাবী নয়, এমন পড়ুয়ারা চাইলে ৫ বছর পর্যন্ত সময় নিয়ে স্নাতক উত্তীর্ণ হতে পারেন। ফলে ছাত্র-ছাত্রীদের পক্ষে কত বছরে তারা এই কোর্স শেষ করবেন সেই ইচ্ছের প্রাধান্য থাকবে।একইসঙ্গে সময়সীমা বেছে নেওয়ার পরে তা আবার পাল্টানোও যাবে। ইউজিসির মূল লক্ষ্য হল উচ্চশিক্ষার জগতকে পড়ুয়াদের কাছে সহজসাধ্য করে তোলা। এর মাধ্যমে আরও বেশি ছাত্র-ছাত্রী উচ্চশিক্ষার জগতে আসবে।
NewszNow
বাংলা থেকে নিরপেক্ষ সংবাদ | Unbiased news from Bengal
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রাত্য’র - NewszNow
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রা...দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা - NewszNow
দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা NewszNow পার্বণ -কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার - NewszNow
কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার ...