অনুব্রত-কাজল বৈঠকে জোরাল ঐক্যের বার্তা
নভেম্বর 18, 2024 < 1 min read
শনিবার বীরভূমে তৃণমূলের কোর কমিটির মিটিং ছিল। সেখানে অনুব্রত মণ্ডল ও কাজল শেখ উপস্থিত ছিলেন। মিটিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হন কাজল শেখ। তিনি বলেন, ‘কোর কমিটির মিটিং। পুরো বীরভূম জেলা নিয়ে আলোচনা হয়েছে। বীরভূমের প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে নিয়ে আলোচনা করা হয়েছে। এই কোর কমিটির মিটিংয়ে আমরা ৭ জন উপস্থিত ছিলাম। এখানে কেউ কারও একজনের কিছু সিদ্ধান্তের ব্যাপার নেই।
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের আদর্শ মেনে আমরা আলোচনা করেছি।’ আগামী ২০২৬-এর নির্বাচনের স্ট্র্যাটেজি, দলের সংগঠন ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন কাজল শেখ।শনিবার লাভপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে বৈঠকে দেখা গেল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, সুদীপ্ত ঘোষ, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় – সকলকেই।
আর ঘণ্টা দেড়েকের বৈঠকের পর সকলেই একবাক্যে জানালেন, ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন কমিটির সাত সদস্য। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া কোর কমিটি ছিল ৬ সদস্যের। শনিবার তাতে জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকেও অন্তর্ভুক্ত করে নেওয়ায় সদস্য সংখ্যা দাঁড়াল সাতে। তাঁকে ‘অভিভাবক’ বলে উল্লেখ করে দ্বন্দ্বের গুঞ্জন ওড়ালেন কাজল শেখ। আর কোর কমিটির আহ্বায়ক তথা বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানালেন, জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এতদিন পর তিনি জেলায় ফিরেছেন। তাঁকে সঙ্গে নিয়ে কাজে এগোবে কোর কমিটি।
NewszNow
বাংলা থেকে নিরপেক্ষ সংবাদ | Unbiased news from Bengal
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রাত্য’র - NewszNow
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রা...দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা - NewszNow
দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা NewszNow পার্বণ -কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার - NewszNow
কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার ...