পারদ-পতন! কবে আসছে শীত?
নভেম্বর 18, 2024 < 1 min read
ধীরে ধীরে নামতে শুরু করেছে কলকাতার পারদ। গত কয়েকদিন ধরে সকাল ও বিকেলের দিকে শীতের আমেজ লক্ষ করা যাচ্ছে। এর পাশাপাশি বইছে উত্তুরে হাওয়া। এমনকি কলকাতা সহ অন্যান্য রাজ্যে ঘন কুয়াশারও দেখা মিলছে। কিন্তু রাজ্যে কবে জাঁকিয়ে শীত পড়বে সেই চিন্তাই এখন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। এরই মধ্যে শীত নিয়ে এক বড়সড় সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর।
অল্প দিনের মধ্যেই বাংলার জেলায়-জেলায় নামতে চলেছে তাপমাত্রার পারদ। কলকাতা-সহ জেলায় জেলায় তৈরী হচ্ছে শীতের আমেজ। রবিবার শহরে তাপমাত্রার পারদ নেমে গিয়েছিল ১৯ ডিগ্রি সেলসিয়াসে। আগামী পাঁচ দিন খুব একটা তাপমাত্রার হেরফের হবে না।দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর। এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। গামী কয়েকদিনে উত্তরবঙ্গের প্রায় সব জেলার তাপমাত্রাই কমবে।
রাতের তাপমাত্রা আরও খানিকটা কমার সম্ভাবনা রয়েছে। তবে, একবার কমে গেলে আগামী কয়েকদিন সেই তাপমাত্রাই বজায় থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, মনোরম আবহাওয়া এখন থাকবে কিন্তু এই মাসেই জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই। কনকনে ঠান্ডা পেতে গেলে আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে।
NewszNow
বাংলা থেকে নিরপেক্ষ সংবাদ | Unbiased news from Bengal
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রাত্য’র - NewszNow
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রা...দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা - NewszNow
দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা NewszNow পার্বণ -কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার - NewszNow
কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার ...