আইপিএল নিলামে ভাগ্যপরীক্ষা ৫৭৪ জনের
নভেম্বর 16, 2024 < 1 min read
নভেম্বরের ২৪ ও ২৫ তারিখ আইপিএলের নিলাম সৌদি আরবের জেদ্দাহতে। নিলামের জন্য নাম নথিভুক্ত করিয়েছিলেন মোট ১৫৭৪ জন ক্রিকেটার। দেশ-বিদেশের এত ক্রিকেটার যে নিলাম টেবিলে উঠবেন না, তা জানাই ছিল। সেখান থেকে একধাক্কায় বাদ গেলেন ১০০০ ক্রিকেটার। মোট ৫৭৪জন ক্রিকেটার এবারে নিলামে উঠতে চলেছে। এর মধ্যে ৩৬৬ জন ভারতীয় ক্রিকেটার, আর ২০৮ জন বিদেশি ক্রিকেটার। দশটি দলের হাতে রয়েছে ২০৪জন ক্রিকেটার নেওয়ার স্লট। এর মধ্যে ৭০জন বিদেশি ক্রিকেটারের কোটা রয়েছে। ভারতীয় সময় তিনটেয় শুরু নিলাম।৫৭৪ জনের মধ্যে ভারতীয়র সংখ্যা ৩৬৬ জন। এদের মধ্যে ৪৮ জন ক্যাপড ও ৩১৮ জন আনক্যাপড। বিদেশি রয়েছেন ২০৫ জন।
আইসিসি-র অ্যাসোসিয়েট দেশগুলির তিনজন ক্রিকেটারও আছেন। এদের মধ্যে আবার ১২ জন বিদেশি ক্রিকেটারের এখনও অভিষেক হয়নি।নিলামে যাঁদের নিয়ে দরাদরি শুরুই হবে ২ কোটি টাকা দিয়ে। সেই তালিকায় রয়েছে গত আইপিএলে অধিনায়ক হিসাবে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করা শ্রেয়স আইয়ার, দিল্লি ক্যাপিটালস ছেড়ে দেওয়া ঋষভ পন্থ, লখনউ সুপার জায়ান্টস ছেড়ে আসা কে এল রাহুল, ভারতের অন্যতম সেরা পেসার মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিংহদের নাম।ইংল্যান্ডের জস বাটলার, দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নাররাও রয়েছেন সেই তালিকায়। আগে আইপিএলের সবচেয়ে কম দামি ক্রিকেটারেরা পেতেন ১০ লক্ষ টাকা। তবে এখন তা বেড়ে হয়েছে ৩০ লক্ষ টাকা। অর্থাৎ, কোনও ক্রিকেটারকে কেউ প্রারম্ভিক মূল্যে কিনলেও তিনি ৩০ লক্ষ টাকা পাবেনই।
NewszNow
বাংলা থেকে নিরপেক্ষ সংবাদ | Unbiased news from Bengal
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রাত্য’র - NewszNow
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রা...দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা - NewszNow
দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা NewszNow পার্বণ -কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার - NewszNow
কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার ...