মোদীর সভায় গরহাজির অজিত পওয়ার,আবার কাকা শরদের সঙ্গে হাত মেলাবেন কি?
নভেম্বর 16, 2024 < 1 min read
আগামী বুধবার মহারাষ্ট্রে বিধানসভা ভোট। সাম্প্রতিককালে সম্ভবত দেশের সবচেয়ে হাই-প্রোফাইল ভোট। গত দেড় বছরে মহারাষ্ট্রের রাজনীতি যেভাবে ওলটে-পালটে গিয়েছে, চেনা সব সমীকরণ বদলে গিয়েছে, তাতে মারাঠা-ভূমে সম্ভাব্য ফল নিয়ে কেউই খুব একটা উচ্চবাচ্য করছেন না। কিছু দিন আগেই বিজেপির ‘বাটেঙ্গে তো কাটেঙ্গে’ স্লোগানের বিরোধিতা করেছিলেন। এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় গরহাজির থাকলেন এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। স্বাভাবিকভাবেই ভোটের মুখে মহাজুটিতে ভাঙনের জল্পনা জোরাল হচ্ছে।মুম্বইয়ের ছত্রপতি শিবাজি পার্কে মোদীর সভায় মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অঠওয়ালের মতো সহযোগী দলের শীর্ষনেতারা হাজির ছিলেন।
ছিলেন শিন্ডেসেনা এবং আরপিআই(এ)-এর মুম্বইয়ের নেতারাও। কিন্তু অজিত বার তাঁর দলের মুম্বই শাখার তিন মুখ— জিশান সিদ্দিকি (নিহত বাবা সিদ্দিকির পুত্র), নবাব মালিক এবং সানা মালিককে দেখা যায়নি জোটের ওই কর্মসূচিতে। বিধানসভা নির্বাচন ঘোষণার পর থেকেই অজিত একটু ‘বেসুরো’। বিজেপির প্রবল আপত্তি উড়িয়ে তিনি টিকিট দিয়েছেন নবাব মালিককে। দাউদ ঘনিষ্ঠ অপরাধে জেল খাটা নেতার মেয়েকেও টিকিট দিয়েছে অজিতের দল। এই পরিস্থিতিতে জল্পনা, ভোটের পরে অজিত আবার কাকা শরদের সঙ্গে হাত মেলাতে পারেন।
NewszNow
বাংলা থেকে নিরপেক্ষ সংবাদ | Unbiased news from Bengal
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রাত্য’র - NewszNow
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রা...দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা - NewszNow
দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা NewszNow পার্বণ -কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার - NewszNow
কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার ...