ফের হিংসায় জ্বলছে মণিপুর, নিখোঁজ তিন মহিলা ও শিশুর মৃতদেহ ভেসে উঠলো নদীতে
নভেম্বর 16, 2024 < 1 min read
আবার ভয়ানক অশান্ত মণিপুর। এই রাজ্যের জাতিগত বিদ্বেষজাত সংঘর্ষ আঠারো মাস পেরোলো। ২০২৩ সালের মে মাসে পাহাড়ের বাসিন্দা কুকি, জো সম্প্রদায়ের মানুষদের সঙ্গে সমতলের বাসিন্দা মেইতেইদের সমস্যার সূত্রপাত হয়, যখন মেইতেইরা পাহাড়ে জমির অধিকার, বাসস্থান তৈরি এবং সরকারি চাকরিতে সুবিধা পাওয়ার জন্য, শিডিউলড ট্রাইবস বা তফসিলি জনজাতি হওয়ার দাবি জানায়।মণিপুর হাই কোর্ট ই দাবি মেনে নেওয়ার জন্য রাজ্য সরকারকে সবুজ সঙ্কেতও দেয়।
তার পর থেকে, এই শেষ ১৭ মাসে মণিপুরের মেইতেই এবং কুকি-জো সম্প্রদায়ের মধ্যে জাতিগত হিংসায় এখনও অবধি ২২৬ জনের বেশি মানুষ নিহত, প্রায় ৬০০০০ হাজার পরিবার গৃহহীন। এবার অশান্ত মণিপুরে জাতি দাঙ্গায় নিখোঁজ থাকা এক মহিলা ও দুই শিশুর মৃতদেহ নদীতে ভেসে উঠলো। তিনজনেই মেইতেই সম্প্রদায়ের বলে অসম রাইফেলস ও মণিপুর পুলিশ সূত্রের খবর।জিরিমুখ এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় তিন জনের মৃতদেহ উদ্ধার হয়। ওই এলাকায় জিরি নদী বরাক নদীতে মিশেছে। সেখানেই মৃতদেহগুলি মণিপুরের জিরিবাম থেকে ৫০ কিলোমিটার দূরে অসমের শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে জিরিবামে কুকি ও মেইতেই গোষ্ঠীর মধ্যে ফের বড় ধরনের সংঘর্ষ বাধার আশঙ্কা করছে প্রশাসন।
NewszNow
বাংলা থেকে নিরপেক্ষ সংবাদ | Unbiased news from Bengal
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রাত্য’র - NewszNow
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রা...দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা - NewszNow
দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা NewszNow পার্বণ -কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার - NewszNow
কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার ...