আরজি কর আবহে নয়া কর্মসূচি অভিষেকের, ডায়মন্ড হারবারে ‘ডক্টরস সামিট-২০২৪’
নভেম্বর 16, 2024 < 1 min read
গত আগস্টে আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার পর এই প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন। ‘ডক্টরস সামিট-২০২৪’ হচ্ছে ডায়মন্ড হারবারের আমতলায়। আগামী ৩০ নভেম্বর, শনিবার বিকেল তিনটায় ‘হেলথ ফর অল’ শীর্ষক কর্মসূচি পালিত হবে সমন্বয় অডিটোরিয়ামে। সভার প্রধান বক্তা, স্থানীয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগেই অভিষেক জানিয়েছিলেন, এবার তাঁর সংসদীয় এলাকায় আর ক্রিকেট টুর্নামেন্ট নয়, হবে স্বাস্থ্যশিবির।
তার প্রস্তুতিও নেওয়ার নির্দেশ দিয়েছিলেন স্থানীয় নেতৃত্বকে। এবার ‘ডক্টরস সামিট’-এর মতো বড়সড় কর্মসূচির প্রচার থেকেই স্পষ্ট, ডাক্তারদের সঙ্গে জনসংযোগেও মন দিচ্ছে তৃণমূল।এই ডাক্তারের সম্মেলনে প্রায় ৫০০ চিকিৎসক অংশগ্রহণ করবেন, যারা সরকারি ও বেসরকারি উভয় হাসপাতাল থেকে আসবেন। “স্বাস্থ্য সবার জন্য” শীর্ষক আলোচনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন এবং মূলত স্বাস্থ্য পরিষেবাকে কীভাবে মানুষের কাছে পৌঁছানো যায়, সে বিষয়েই তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন।আগামী ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত এক মাসব্যাপী এই স্বাস্থ্য শিবিরগুলো চলবে। এই শিবিরে বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেবেন।
মূলত প্রত্যন্ত এলাকার মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।ডাক্তারের সম্মেলনের পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা প্রশাসক (ডিএম), পুলিশ সুপার (এসপি), মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ) এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করবেন। এতে বিভিন্ন হাসপাতালের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। এই বৈঠকে স্বাস্থ্য শিবিরগুলি কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। শিবিরগুলোতে নিরাপত্তা, লজিস্টিকস, চিকিৎসা সরঞ্জাম এবং অন্যান্য চাহিদার বিষয়ে এই বৈঠকে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
NewszNow
বাংলা থেকে নিরপেক্ষ সংবাদ | Unbiased news from Bengal
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রাত্য’র - NewszNow
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রা...দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা - NewszNow
দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা NewszNow পার্বণ -কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার - NewszNow
কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার ...