আরজি কর কাণ্ডের ১০০ দিন,ফের বিচার চেয়ে পথে নামছেন জুনিয়র চিকিৎসকরা
নভেম্বর 16, 2024 < 1 min read
৯ অগস্ট থেকে শুরু হয়েছিল জুনিয়র ডাক্তারদের আন্দোলন। কর্মবিরতি, আমরণ অনশন থেকে দ্রোহের কার্নিভাল, নাগরিক কনভেনশন দেখেছেন বাংলার মানুষ। এবার আবার ১৭ নভেম্বর নতুন করে রাজপথে নামতে চলেছেন জুনিয়র ডাক্তাররা। রবিবার ফের পথে নামছেন জুনিয়র চিকিৎসকরা। রাত ন’টায় সমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে সমাবেশের ডাক দিল ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’। অন্যদিকে, ওই দিনের সমাবেশে অংশ নেবে অভয়া মঞ্চও। এছাড়াও ‘বিচারহীন ১০০ দিন’কে কেন্দ্র করে একাধিক কর্মসুচি নেওয়া হয়েছে অভয়া মঞ্চের তরফে।
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে শনিবার রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজগুলিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এরসঙ্গেই রাজ্যের সমস্ত সাংসদ ও বিধায়কদের জনতার চার্জশিট পাঠানো হবে অভয়া মঞ্চের তরফে। মশাল হাতে সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত হবে সাইকেল মিছিলও। এছাড়াও সেদিন ১০০টি জায়গায় ১০০ মিনিটের জন্য নীরবতা পালন করা হবে।
এদিকে, দিন দুয়েক আগে সাগর দত্ত মেডিক্য়াল কলেজের পিজিটি চিকিৎসক মনোজিৎ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ এনে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে মেইল করেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম মুখ এই মনোজিৎ। তাঁর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার কথা জানিয়ে মেইল করা হয়। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ওই জুনিয়র চিকিৎসক।
NewszNow
বাংলা থেকে নিরপেক্ষ সংবাদ | Unbiased news from Bengal
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রাত্য’র - NewszNow
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রা...দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা - NewszNow
দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা NewszNow পার্বণ -কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার - NewszNow
কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার ...