রাত দখলকে সামনে রেখে চাকরি খোঁজার অভিযোগ রিমঝিমের বিরুদ্ধে
নভেম্বর 16, 2024 < 1 min read
রিক্লেইম দ্যা নাইট,আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার পর এই তিনটে শব্দ মুখে মুখে ঘুরছে আমজনতার। শুরু হয়েছিল আরজি করের ঘটনার পাঁচ দিন পর থেকে। এই আন্দোলনের মধ্যে দিয়েই জনৈক রিমঝিম ‘সাধারণ’ মেয়ের খোলস ছেড়ে হয়ে উঠেছিলেন অনন্য সাহসী। সবাই একডাকে চিনেছিল তাঁকে। কিন্তু মাস তিন যেতে না যেতেই এই ‘রাতদখল’ আন্দোলনের হাত ধরে রিমঝিম হয়ে ওঠেন সমালোচনার পাত্রী। চাকরি খোঁজার জন্য অনলাইন পোর্টাল LinkedIn নিজের পরিচয় দিতে গিয়ে প্রথমেই লিখলেন – তিনি রাতদখলের মূল আন্দোলনকারী!প্রথম কথা এই দাবি সঠিক নয়। দিল্লিতে নির্ভয়া কাণ্ডের পর রাত দখলের অভিযান হয়েছিল। সেই সময়ে স্লোগান তোলা হয়েছিল—‘রাত কো কব্জা কর লো।’ তবে এখানে বিতর্কের বিষয় হল, আরজি কর হাসপাতালে খুন ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের তিনি যে ডাক দিয়েছিলেন, তা এখন তাঁর পেশাগত প্রতিভা হিসাবে ব্যবহার করতে শুরু করেছেন রিমঝিম। তিনি কি রাত দখলকে বিপণন করছেন? রিমঝিমের জবাব, ‘‘একেবারেই নয়।’’ তাঁর ব্যাখ্যা, ‘‘লিঙ্কড্ইন যখন তৈরি হয়েছিল, তখন এটা কাজ খোঁজার মঞ্চ থাকলেও এখন আর তা নেই। এখন ফেসবুক, এক্স (সাবেক টুইটার), ইনস্টাগ্রামের মতোই এটি একটি সমাজমাধ্যম। যেখানে বহু মানুষ তাঁদের রাজনৈতিক মতামত রাখেন।’’ রিমঝিমের এ-ও যুক্তি, ‘‘যে বয়সের ছেলেমেয়েরা রাত দখলে নেমেছিলেন, আন্দোলনে সম্পৃক্ত হয়েছিলেন, তাঁরা রয়েছেন লিঙ্কড্ইনে। সেই কারণেই আমি ওখানে আমার প্রোফাইলে ওই রিক্লেম দ্য নাইটের কথা লিখেছি।’’
NewszNow
বাংলা থেকে নিরপেক্ষ সংবাদ | Unbiased news from Bengal
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রাত্য’র - NewszNow
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রা...দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা - NewszNow
দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা NewszNow পার্বণ -কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার - NewszNow
কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার ...