দেশ বিভাগে ফিরে যান

দ্রুত শুনানির জন্য মৌখিক আর্জি আর গ্রাহ্য নয় সুপ্রিম কোর্টে

নভেম্বর 13, 2024 | < 1 min read

সুপ্রিম কোর্টের ৫১তম প্রধান বিচারপতি হয়েছেন জাস্টিস সঞ্জীব খান্না। ১১ নভেম্বর তথা সোমবার শপথ গ্রহণ করেছেন তিনি। এরপরেই জরুরি শুনানির আবেদন নিয়ে বড় মন্তব্য করলেন। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। ১০ নভেম্বর সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করেছেন ডি ওয়াই চন্দ্রচূড়। সেই জায়গায় নতুন সিজেআই হয়েছেন অভিজ্ঞ বিচারপতি সঞ্জীব খান্না। এই দায়িত্ব গ্রহণ করার পরেই জরুরি শুনানির আবেদন নিয়ে বড় মন্তব্য করলেন তিনি। বললেন, এবার থেকে শুধু মৌখিকভাবে জরুরি শুনানি আর্জি জানালে হবে না, ইমেল অথবা চিঠির মাধ্যমে তা করতে হবে।

অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের আমলে সুপ্রিম কোর্টে মৌখিকভাবে দ্রুত শুনানির আর্জি জানানোর চল ছিল। কোনও মামলার দ্রুত শুনানি চাইলে আইনজীবীরা মৌখিকভাবে সেটা জানাতে পারতেন। সচরাচর দ্রুত শুনানির আর্জি জানানো হয়, কোনও জরুরি রাজনৈতিক মামলা, গ্রেপ্তারির আশঙ্কা, বা নির্মাণ ভাঙার মতো গুরুত্বপূর্ণ মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হয়। এতদিন সেটা মৌখিকভাবে জানানো যেত।নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ঠিক করে দিলেন এবার থেকে কোনও মামলার দ্রুত শুনানির জন্য ইমেলের মাধ্যমে বা সুপ্রিম কোর্টের নির্দিষ্ট স্লিপেই আবেদন করতে হবে। মৌখিক আবেদন গ্রহণ করা হবে না। যার ফলে দীর্ঘদিন ধরে চলে আসা রীতিতে বদল আসতে চলেছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মাঠে ফিরেই বাজিমাত, কামব্যাকে ৪ উইকেট সামির
FacebookWhatsAppEmailShare
কোচিং সেন্টারের বিজ্ঞাপনে টপারের ছবি, ১০০% চাকরির নিশ্চয়তা নিয়ে কড়া নির্দেশিকা কেন্দ্রের
FacebookWhatsAppEmailShare
কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার
FacebookWhatsAppEmailShare