আবহাওয়া বিভাগে ফিরে যান

দুয়ারে শীত, একধাক্কায় বঙ্গে কমল তাপমাত্রা

নভেম্বর 13, 2024 | < 1 min read

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত শুষ্ক আবহাওয়া বরাদ্দ বঙ্গের জন্য। যেটুকূ ঠান্ডা অনুভূতি মিলছে, তা শীতের আগমবনীবার্তা। তবে শীতের ছোঁয়া মিলতে অপেক্ষা করতে হবে। কারণ দেশের যেসব অংশে শীত পড়লে বঙ্গে শীত পড়ে সেখানেই এখন যথেষ্ট গরম। উত্তর এবং উত্তর-পশ্চিম রাজ্যে শীত পড়লে বঙ্গে শীত অনুভূত হয়। সেদিক থেকে আগামী মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে শীত পড়তে পারে বঙ্গে।

তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বৃহস্পতিবার থেকে পারদ নামবে।আবহাওয়া হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে নিম্নচাপ। ধীরে ধীরে তা পশ্চিমদিকে এগোবে। তবে উত্তর তামিলনাডু ও দক্ষিণ অন্ধপ্রদেশ উপকূলে এর প্রভাব পড়বে। তবে সব জেলাতেই ভোরের দিকে কুয়াশার দাপট বাড়লেও দিন বাড়লে আকাশ মূলত পরিষ্কার থাকবে। পাশপাশি কলকাতাতেও মূলত পরিষ্কার আকাশ। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও ধীরে ধীরে কমবে তাপমাত্রা। এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

শীত কবে থেকে শুরু জানাল আবহাওয়া অফিস
FacebookWhatsAppEmailShare
ভাইফোঁটাতেও বৃষ্টি! বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর
FacebookWhatsAppEmailShare
বৃষ্টি মাথায় নিয়েই দীপাবলি উদযাপন? আবহাওয়ার বড় আপডেট
FacebookWhatsAppEmailShare