বাংলা বিভাগে ফিরে যান

মাদারিহাটের মাটিতে জোড়া ফুল ফোটানোর লক্ষ্যে তৃণমূল

নভেম্বর 12, 2024 | < 1 min read

চব্বিশের নির্বাচনে চা বলয়ের রাজনৈতিক পরিস্থিতি বদলে গিয়েছে। বিগত লোকসভা ভোটে মাদারিহাট বিধানসভা এলাকায় ১১,০৬৩ ভোটে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস।উত্তরবঙ্গের আদিবাসী অধ্যুষিত চা বলয়ে গত কয়েকবছর ধরেই গেরুয়া শিবিরের দখলে।মোট ভোটার সংখ্যা ২২ লক্ষ ১০১ জন। চতুর্মুখী লড়াই হলেও তৃণমূল আর বিজেপিই যুযুধান প্রতিপক্ষ। তৃণমূল প্রার্থী এখানে জয়প্রকাশ টোপ্পো। বুথ স্তর থেকে উঠে আসা স্বচ্ছ ভাবমূর্তির ছেলে জয়প্রকাশ ২০২১ সাল থেকে দলের ব্লক সভাপতি রয়েছেন। ব্লক সভাপতি হিসেবে ২০২১ সালের বিধানসভা ভোট, ২০২৩ সালের পঞ্চায়েত ভোট ও ২০২৪ সালের লোকসভা ভোটে দলকে পরিচালিত করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ফলে জয়প্রকাশকে প্রার্থী পেয়ে খুশি তৃণমূল শিবির।

চা বাগানের জনবিন্যাসের চিত্র অনুযায়ী মূলত আদিবাসী ও গোর্খা সম্প্রদায়ের ভোটারদেরই আধিক্য সেখানে। রাজনৈতিক মহলের চালু কথা, গোর্খারা যাকে সমর্থন করে তাঁকে একতরফাভাবেই ভোট দেয়। ফলে যে কোনও প্রার্থীর জয় পরাজয়ের ক্ষেত্রে ওই ব্লক ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। চা-বাগান ঘেঁষা এই আসনটি ১৯৭৭ থেকে ২০১৬ পর্যন্ত ছিল বাম শরিক আরএসপি-র দখলে। ২০১৬ এবং ২০২১ সালের ভোটে মাদারিহাটে বামপন্থীরা হেরেছিলেন। জিতেছিলেন বিজেপির মনোজ টিগ্গা। সেই মনোজকে এ বার লোকসভায় দাঁড় করিয়েছিল বিজেপি। আলিপুরদুয়ার আসন থেকে তিনি জিতে সাংসদ হয়েছেন।

সে কারণেই মাদারিহাটে উপনির্বাচন হচ্ছে।তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য ছ’টি আসনেই জয় নিয়ে আশাবাদী। সম্প্রতি অভিষেক বলেছেন, ‘‘ছয়ে ছয় হওয়া উচিত। তবে আমি কোনও কেন্দ্রেই প্রচারে যাইনি। তাই ওই ভাবে বলা মুশকিল!’’ পাশাপাশিই অভিষেক বলেন, ‘‘তবে যা ছবি দেখছি, খবর পাচ্ছি, তাতে আশা করি মাদারিহাটও জিতবে তৃণমূল।’’

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বড়দিনেই আবাসের টাকা ঢুকবে অ্যাকাউন্টে
FacebookWhatsAppEmailShare
শিশু দিবসে পন্ডিত নেহরুকে শ্রদ্ধার্ঘ্য তৃণমূল, বিজেপি, কংগ্রেসের
FacebookWhatsAppEmailShare
হাজিরা খাতা তুলে দেওয়া হল, রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি নিয়ে কড়া পদক্ষেপ নবান্নের
FacebookWhatsAppEmailShare