বাংলা বিভাগে ফিরে যান

আবাস যোজনা প্রকল্পে জারি ১১ দফা নির্দেশিকা

নভেম্বর 12, 2024 | 1 min read

আবাস যোজনা প্রকল্পে কোনওরকম বিতর্ক এড়াতে তালিকা যাচাই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে রাজ্য সরকার আরও একবার নির্দেশিকা জারি করেছে। পঞ্চায়েত দফতর থেকে সব জেলা সমীক্ষকদের কাছে পাঠানো এগারো দফা নির্দেশিকায় অভিযোগ নিষ্পত্তি সেল থেকে আসা নামগুলিকে পুনরায় যাচাই করার কথা বলা হয়েছে। যেসব নাম বাতিল করা হয়েছে সেগুলি পুনরায় সরেজমিনে পরীক্ষা করার কথা বলা হয়েছে। দুর্যোগ মোকাবিলা দফতরের নির্দেশিকা মেনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের বাড়ির তালিকা তৈরি করার কথা বলা হয়েছে।

কোনও রাজনৈতিক দল বা মানুষের সঙ্গে কোনওরকম ভুল বোঝাবুঝি যেন না হয় সেইজন্যে নির্দেশিকায় মাইকিং করতে হবে বলে জানানো হয়েছে।বিভিন্ন জেলায় যে সমীক্ষকরা যাচ্ছেন, তাঁদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তাঁদের কাজে গাফিলতি বা ইচ্ছাকৃত ভুল সহ্য করা হবে না। প্রশাসন তাঁদের কাছ থেকে সেরা কাজ চাইছে। রাজ্যের পঞ্চায়েত সচিব পি উল্গানাথন এই নির্দেশিকা পাঠিয়েছেন প্রত্যেক জেলায়। নাবন্ন চায়, চূড়ান্ত তালিকা প্রকাশের আগে উপভোক্তাদের প্রতিটি তথ্য পুঙ্খানুপুঙ্খ ভাবে যাচাই করুন সমীক্ষকরা।

বিশেষ করে উপভোক্তাদের নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও আইডি–সহ সমস্ত তথ্য নথিভুক্ত করার সময়ে বাড়তি নজর দিতে হবে। ছোট কোনও ভুলও বড় সমস্যা তৈরি করতে পারে, তাই প্রতিটি স্তরে নজরদারির ব্যবস্থা রাখতে হবে। সমীক্ষকদের আরও বলা হয়েছে, নামের তালিকা যাচাইয়ের সময়েই সমস্ত তথ্য এবং আবেদনকারীদের বর্তমান ঠিকানার ছবি ও ভিডিয়ো সংগ্রহ করে অ্যাপে যথাযথ ভাবে আপলোড করতে হবে। তাঁদের যাচাই তালিকা গ্রাম সভা ও ব্লক লেভেল কমিটিকে দিয়ে অনুমোদন করিয়ে সমস্ত নথি যথাযথ ভাবে সংরক্ষণ করতে হবে।সমীক্ষার কাজ ১৪ নভেম্বরের মধ্যে শেষ করার কথা থাকলেও তাড়াহুড়ো করতে গিয়ে যাতে ভুল না হয়ে যায় তার জন্য বাড়তি সময় নেওয়া হতে পারে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বড়দিনেই আবাসের টাকা ঢুকবে অ্যাকাউন্টে
FacebookWhatsAppEmailShare
শিশু দিবসে পন্ডিত নেহরুকে শ্রদ্ধার্ঘ্য তৃণমূল, বিজেপি, কংগ্রেসের
FacebookWhatsAppEmailShare
হাজিরা খাতা তুলে দেওয়া হল, রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি নিয়ে কড়া পদক্ষেপ নবান্নের
FacebookWhatsAppEmailShare