দেশ বিভাগে ফিরে যান

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সংখ্যালঘু প্রতিষ্ঠান, যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের

নভেম্বর 8, 2024 | < 1 min read

প্রশস্ত হল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ‘সংখ্যালঘু প্রতিষ্ঠানে’র তকমা পাওয়ার পথ। এ দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে সাত বিচারপতির সাংবিধানিক বেঞ্চ ১৯৬৭ সালের সুপ্রিম কোর্টের রায়কে খারিজ করে দেয়। ৪:৩ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে এই রায়ে এখনই সংখ্যালঘু প্রতিষ্ঠানের তকমা পাচ্ছে না আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। এর জন্য তিন বিচারপতির আলাদা একটি বেঞ্চ গঠিত হবে। সেই বেঞ্চই যাবতীয় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে যে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সংখ্যালঘু প্রতিষ্ঠানের তকমা পাবে কি না।

১৯৬৭ সালে একটি রায়ে সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল, কোনও প্রতিষ্ঠান স্ট্যাচুটের এর মাধ্যমে সংখ্যালঘু তকমা পেতে পারে না। এর ভিত্তিতেই ২০০৬ সালে এলাহাবাদ হাইকোর্টের বক্তব্য ছিল, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সংখ্যালঘু তকমা ছিল।শুক্রবার সাত বিচারপতির সাংবিধানিক বেঞ্চের মধ্যে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতি মত দেন যে, কোনও আইন বা বিধান এর মাধ্যমে গঠিত বলে কোন প্রতিষ্ঠান সংখ্যালঘু তকমা হারায় না।১৯৬৭ সালের প্রতিবন্ধকতা সরিয়ে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সংক্রান্ত তথ্য অনুসন্ধান করতেই এবার তিন বিচারপতির বেঞ্চে এই মামলা পাঠালেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।

প্রসঙ্গত, এই মামলার শুনানি পর্বে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়কে সংখ্যালঘু প্রতিষ্ঠানের তকমা দেওয়ার বিরোধীতা করেছিল কেন্দ্রীয় সরকার। তাদের মত, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় দেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। সেখানে সকলের সমান অধিকার থাকা উচিত। শুধুমাত্র একটি সম্প্রদায়ের জন্য এই প্রতিষ্ঠান হওয়া উচিত নয়।সংখ্যালঘু প্রতিষ্ঠানের তকমা পেলে, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের জন্যই সংরক্ষণ থাকবে। ছাত্র, অধ্যাপকের পদে অন্যান্য তপশিলি, অনগ্রসর শ্রেণীর সংরক্ষণ প্রযোজ্য হবে না।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

আরও একবার ভাঙা হল বিদ্যাসাগরের মূর্তি,এবার বিজেপি শাসিত ত্রিপুরায়
FacebookWhatsAppEmailShare
কেন্দ্রীয় সরকারের কঠোর নিয়ম, শর্ত না মানলে ছাড়তে হবে রেশন কার্ড
FacebookWhatsAppEmailShare
এবার বিরাট-বাবর, বুমরাহ-শাহীন শাহ আফ্রিদি এক টিমে খেলবেন
FacebookWhatsAppEmailShare