আরজি কর মামলায় শুভেন্দুর দাবিকে চপেটাঘাত প্রধান বিচারপতির
আজকের মতো শেষ হয়েছে সুপ্রিম কোর্টে আরজি কর মামলা নিয়ে শুনানি। কোর্টের সামনে স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্ত চালিয়ে যেতে নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে আগামী রিপোর্ট জমা দিতে। আগামী ১০ নভেম্বর অবসর নিচ্ছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, যার মানে তিনি আর এই মামলার শুনানি করবেন না। করবেন পরবর্তী প্রধান বিচারপতি।
বিজেপি নেতা এবং বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যেন আরজি করে মামলা ভিন্ন রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়া হয়, যে আবেদন এদিন আদালতে জানান এক আইনজীবী, যার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি জানান যে এর আগে অন্য রাজ্য থেকে মামলা সরিয়ে দেখেছেন। এ প্রসঙ্গে মণিপুরের উদাহরণও চানেন তিনি। কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আর জি কর মামলা অন্যত্র সরানো হবে না বলে জানিয়ে দেন তিনি।
আদালতে জাতীয় টাস্ক ফোর্স নিয়ে রিপোর্ট পেশ করে কেন্দ্রীয় সরকারও, যেখানে দুটি ক্যাটেগরিতে টাস্ক ফোর্সের অন্তর্বর্তী রিপোর্ট পেশ করা হয়। যৌন হিংসা ও শারীরিক হিংসা বন্ধের প্রস্তাব পেশ রিপোর্টে।