কোন ব্লাড ব্যাঙ্কে কত রক্ত, জানাবে অ্যাপ
রক্ত সংগ্রহে নতুন প্রচেষ্টা , স্বাস্থ্য দফতরের নতুন অ্যাপ। রাজ্যে রক্তের অভাব প্রায়শই চরম আকার ধারণ করে, বিশেষত গ্রীষ্মকালে, উৎসবের সময় বা ভোটের মরসুমে। আবার কিছু বিরল রক্ত গ্রুপের সংকটও তীব্র হয়ে ওঠে, যার ফলে মুমূর্ষু রোগীদের জন্য প্রয়োজনীয় রক্ত জোগাড় করা কঠিন হয়ে পড়ে। এই সমস্যার সমাধানে রাজ্য স্বাস্থ্য দফতর নতুন একটি মোবাইল অ্যাপ চালু করতে যাচ্ছে, যার মাধ্যমে মানুষের জন্য সহজ হবে ব্লাড ব্যাঙ্কে রক্তের মজুত সম্পর্কে জানাশোনা।
অ্যাপটির মাধ্যমে, মোবাইল ফোনের স্ক্রীনে এক ক্লিকে জানতে পারবেন, বর্তমানে রাজ্যের কোন ব্লাড ব্যাঙ্কে কোন রক্ত গ্রুপের কত ইউনিট রক্ত মজুত আছে। এই নতুন প্রযুক্তি চালু হলে রোগী বা তার পরিজনদের আর রক্তের জন্য বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে হন্যে হয়ে খুঁজে বেড়াতে হবে না।স্বাস্থ্য ভবন সূত্রের খবর, অ্যাপটির এখন পরীক্ষামূলক ভাবে ব্যবহার চলছে। সব ঠিকঠাক থাকলে তা দ্রুত বাজারে আসবে। অ্যান্ড্রয়েড ফোনের পাশাপাশি আইফোনের অপারেটিং সিস্টেমেও এটি ব্যবহার করা যাবে বলে সূত্রের দাবি। অ্যাপের নাম দেওয়া হতে পারে ‘জীবনশক্তি-২’ বা ‘ই-রক্তকোষ’। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি।
রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা স্বপন সরেন বলেন, ‘‘শীঘ্রই নতুন মোবাইল অ্যাপটি চালু করা হবে। এর মাধ্যমে ব্লাড ব্যাঙ্কগুলিতে সেই সময় মজুত রক্তের পরিসংখ্যানজানা যাবে।’’অ্যাপটি চালু হলে, রাজ্যের ব্লাড ব্যাঙ্ক ব্যবস্থাপনা আরও স্বচ্ছ, কার্যকর এবং সুশৃঙ্খল হবে। এই অ্যাপটি শুধু রাজ্যে রক্ত সংগ্রহের প্রক্রিয়াকে আরও সহজ করবে না, বরং মুমূর্ষু রোগীদের জীবনের জন্য এটি এক অমূল্য সহায়ক হাতিয়ার হিসেবে কাজ করবে।