রাজনীতি বিভাগে ফিরে যান

মমতাকে রক্ষা করাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল,আর জি কর কাণ্ডের আন্দোলন নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ

নভেম্বর 6, 2024 | < 1 min read

আরজি কর আন্দোলন নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। বুধবার দুপুরেই সুপ্রিম কোর্টে শুনানি হবার আগেই আরজি কর আন্দোলন নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ। বিজেপি নেতা বলেন, আরজি কর আন্দোলনের ভবিষ্যত অন্ধকার। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে পিছন থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে। তাঁদের উদ্দেশ্যই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে রক্ষা করা। এতবড় আন্দোলনে মু্খ্যমন্ত্রীর বিরুদ্ধে একটি স্লোগানও তোলা হয়নি। পাল্টা দিয়েছে বিরোধীরা।

বুধবার সকালে কোচবিহারে প্রচারে যান বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ। সেখান থেকেই একাধিক ইস্যুতে নিশানা করেন শাসকদলকে। ওঠে আর জি কর ইস্যু ও আন্দোলন প্রসঙ্গ। তখনই বিস্ফোরক দাবি করেন দিলীপ। তাঁর কথায়, জুনিয়র ডাক্তাররা একটা চিন্তাভাবনা থেকে আন্দোলনে নেমেছিলেন। পরবর্তীতে তা অন্যদিকে মোড় নেয়। কারণ, পিছন থেকে কেউ বা কারা আন্দোলনকে পরিচালনা করেছে। যাদের উদ্দেশ্যই ছিল মুখ্যমন্ত্রীকে রক্ষা করা। তাই এতবড় আন্দোলনে মু্খ্যমন্ত্রীর বিরুদ্ধে একটি স্লোগানও তোলা হয়নি। গোটা বিষয়টা আদতে জুনিয়র ডাক্তাররাও বুঝতে পারেননি বলেই দাবি বিজেপি নেতার। তাঁর কথায়, “আন্দোলন অন্ধকারে।”

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিজয়া সম্মিলনী দিয়ে ফের রাজনৈতিক কর্মসূচিতে অভিষেক
FacebookWhatsAppEmailShare
ফের প্রত্যাবর্তন ট্রাম্পের
FacebookWhatsAppEmailShare
আজ আরজি কর মামলার শুনানি
FacebookWhatsAppEmailShare