উইকিপিডিয়ার তথ্য ভুল-পক্ষপাতদুষ্ট? নোটিশ কেন্দ্রের
আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে উইকিপিডিয়া। সংস্থার বিরুদ্ধে পক্ষপাত এবং ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে। আর এই প্রেক্ষিতেই কর্তৃপক্ষকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক। কেন সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে না, সেই প্রশ্নও তুলেছে কেন্দ্র। সম্প্রতি উইকিপিডিয়ার বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানো অভিযোগ তুলেছিল সংবাদ সংস্থা এএনআই। যদিও সে অভিযোগ অস্বীকার করে এই সংস্থা। এখন আবার নতুন করে উইকিপিডিয়ার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠল। কেন্দ্রীয় সরকার সংস্থাকে নোটিস দিয়ে প্রশ্ন করেছে, উইকিপিডিয়ায় নির্দিষ্ট গোষ্ঠী রয়েছে যারা কনটেন্ট নিয়ন্ত্রণ করেন। তথ্যও যাচাই করে।
তাহলে এই সংস্থাকে ‘প্রকাশক’ হিসেবে না দেখে কেন ‘মাধ্যম’ হিসেবে দেখা হবে? উইকিপিডিয়া দাবি করে তারা ‘বিনা খরচের বিশ্বকোষ’। তারা কোনও তথ্যের ‘প্রকাশক’ নয়, কেবল ‘মাধ্যম’। অনলাইন বিশ্বকোষ সংস্থার সেই দাবির প্রসঙ্গ টেনেই হাই কোর্ট প্রশ্ন করেছিল, “যদি আপনারা শুধু মাধ্যমই হন, তা হলে এত ভাবছেন কেন?” প্রসঙ্গত, উইকিপিডিয়া নিজেদের বিশ্বকোষ বলে দাবি করে। পাশাপাশি এটাও সতর্ক করে যে সেখানে প্রকাশিত তথ্যের দায় তাদের নয়। এই বিষয়টিও বেশ ‘সমস্যার’ বলে মনে করছে হাই কোর্ট।