একতরফা ওয়াকফ বিল, স্পিকারকে চিঠি বিরোধী সাংসদদের
ওয়াকফ সংশোধনী বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি বা জেপিসির মধ্যে থাকা বিরোধী দলের সদস্যরা এই কমিটি নিয়ে ক্ষোভে ফুঁসে উঠলেন। তাঁরা লোকসভার স্পিকার ওম বিড়লাকে দেওয়া একটি চিঠিতে অভিযোগ করেছেন কমিটির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ জগদম্বিকা পালের বিরুদ্ধে। অভিযোগ, তিনি গোটা প্রক্রিয়াকে ‘বুলডোজ’ করে নানান বিষয়ে ‘এতরফা সিদ্ধান্ত’ নিচ্ছেন। জানা যাচ্ছে, আজ, ৫ নভেম্বর বেলা দেড়টায় এই মর্মে লোকসভার অধ্যক্ষকে স্মারকলিপি জমা দেবেন বিরোধী সাংসদেরা।
চিঠিতে বিরোধী সাংসদেরা চিঠিতে জানাচ্ছেন, বিতর্কিত ওয়াকফ (সংশোধনী) বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) নিয়মিত বৈঠকে বসছে। কিন্তু বিরোধী সাংসদদের মত, বিলের আরও আলোচনা ও আইনি পরিভাষায় ব্যাখ্যা প্রয়োজন। তাঁরা মনে করছেন, এই সংশোধনী বিল দেশের ধর্মনিরক্ষেপতায় আঘাত আনতে পারে। তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আপ সাংসদ সঞ্জয় সিংহ, ডিএমকের মহম্মদ আবদুল্লা, ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম)-এর আসাদউদ্দিন ওয়েইসি, কংগ্রেসের নাসির হুসেন এবং মহম্মদ জাভেদের মতো বিরোধী সাংসদেরা রবিবার পাঠানো চিঠিতে লিখেছেন, ‘‘যে কোনও উপায়ে ওয়াকফ বিল পাশের উদ্দেশ্যেই একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন জেপিসির চেয়ারম্যান।
’’ পাশাপাশি, এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের ‘তাড়াহুড়ো’ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে চিঠিতে। আবেদন জানানো হয়েছে, যেন বিষয়টি গভীর ভাবে পর্যালোচনা এবং বিভিন্ন পক্ষের মতামত জানার জন্য আরও সময় দেওয়া হয়।