স্বাস্থ্য বিভাগে ফিরে যান

আজ থেকে গোটা রাজ্যে চালু করা হচ্ছে সেন্ট্রাল রেফারেল সিস্টেম

নভেম্বর 4, 2024 | < 1 min read

কলকাতা শহরে পরীক্ষামূলক প্রয়োগের পরই এবার গোটা রাজ্যে চালু হচ্ছে সেন্ট্রাল রেফেরাল সিস্টেম। ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগণার দুই হাসপাতাল ও কলকাতার পাঁচ হাসপাতালে পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে এই ব্যবস্থার। ৫ নভেম্বর থেকে রাজ্যের সব হাসপাতাল চলে আসছে এই ব্যবস্থার আওতায়। কলকাতার পাঁচ হাসপাতালে শনিবার সম্পূর্ণ হল এই ব্যবস্থার প্রশিক্ষণও।জাতীয় অর্থ মিশনের টাকা ব্যবহার করে এর পরিকাঠামো উন্নয়নের কাজ হবে। জেলা, মহকুমা হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিকাঠামোর উন্নতি করা হচ্ছে। এইসব হাসপাতালে সর্বক্ষণ চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী যাতে থাকেন সেজন্য আবাসন তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। যাতে দূরবর্তী জেলার কোনও রোগীকে চিকিৎসার জন্য খুব কঠিন পরিস্থিতি ছাড়া সরাসরি কলকাতার কোনও হাসপাতালে রেফার না করা হয়। বরং তাঁদের মহকুমা হাসপাতাল, জেলা হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল বা জেলায় থাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে হবে।

এ-জন্য জেলার সব হাসপাতালে শয্যাসংখ্যা বাড়ানোর পাশাপাশি অপারেশন থিয়েটার, হাসপাতালে লিফট, চিকিৎসকদের বিশ্রাম কক্ষ, শৌচালয়, বিশুদ্ধ পানীয় জল, পর্যাপ্ত আলোর সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করতে বলা হয়েছে। এইসব হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিক্যাল অফিসারদের বসার উপযুক্ত রুমের প্রস্তাবও পাঠাতে বলা হয়েছে। একদিকে চিকিৎসার সুবিধার পাশাপাশি এবার রাজ্যে বাড়তে চলেছে হাসপাতালও। ইএসআই স্কিমে রাজ্যে চার হাসপাতালের অনুমোদন দিল কেন্দ্র সরকার। উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দার্জিলিংয়ে তৈরি হবে অত্যাধুনিক এই হাসপাতাল। প্রত্যেকটি হাসপাতাল হবে ১০০ বেড বিশিষ্ট। নবান্ন সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফে রাজ্যের কাছে প্রস্তাব এসেছিল। তার প্রেক্ষিতে যাবতীয় বিষয়ে সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে রাজ্যের তরফে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বব্যাপী রেকর্ড যক্ষ্মা রোগী শনাক্ত, শীর্ষে ভারত
FacebookWhatsAppEmailShare
জেডিএফ তহবিলের ৪ কোটি দিক নির্যাতিতার বাবা-মাকে, দাবি জেডিএ-র
FacebookWhatsAppEmailShare
রাজ্যের পাঁচ মেডিক্যাল কলেজে শুরু ‘সেন্ট্রাল রেফারেল সিস্টেম’
FacebookWhatsAppEmailShare