বাংলা বিভাগে ফিরে যান

নভেম্বর মাসে অতিরিক্ত রেশন? দেখে নিন কোন কার্ডে কত কেজি চাল-গম পাওয়া যাবে বিনামূল্যে

নভেম্বর 4, 2024 | < 1 min read

প্রত্যেক মাসেই রেশন ব্যবস্থার মাধ্যমে রাজ্যের মানুষদের নির্দিষ্ট কিছু খাদ্যসামগ্রী দেয় সরকার। কার্ডের ধরণের ওপর নির্ভর করে কে কতখানি পাবেন। এখন যেমন মাসের শুরুতেই জানিয়ে দেওয়া হয়, কোন কার্ডের গ্রাহকরা কতখানি রেশন সামগ্রী পাবেন। নভেম্বর মাসেও এর অন্যথা হয়নি। চলতি মাসে কোন কার্ডে কত রেশন পাওয়া যাবে চলুন দেখে নেওয়া যাক।

ডোমেস্টিক কার্ড: বিশেষ অগ্রাধিকার ডোমেস্টিক এবং অগ্রাধিকার ডোমেস্টিক কার্ডের গ্রাহকরা নভেম্বর মাসে ৩ কেজি চাল এবং ১.৯ কেজি আটা বা ২ কেজি গম পাবেন। তারা এই আইটেমগুলি একেবারে বিনামূল্যে পাবেন। এছাড়াও, যদি কোনও গ্রাহক আটা বা গম নিতে না চান তবে তিনি ২ কেজি চিনিও নিতে পারেন।

অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ড:এই ধরণের কার্ডে সবচেয়ে বেশি খাদ্যসামগ্রী পাওয়া যায়। নভেম্বর মাসে অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ডের গ্রাহকরা ২১ কেজি চাল, ১৩.৩ কেজি আটা অথবা ১৪ কেজি গম এবং ১ কেজি চিনি পাবেন। এর জন্য তাঁদের কোনও টাকা দিতে হবে।

রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা কার্ড:এই ধরণের কার্ডের গ্রাহকরা নভেম্বর মাসে ২ কেজি চাল পাবেন।

পাহাড় ও জঙ্গলমহলের বাসিন্দাদের জন্য বিশেষ প্যাকেজ :রেশন কার্ডের ধরণ ভেদে পশ্চিমবঙ্গের বাসিন্দারা নির্দিষ্ট পরিমাণ রেশন সামগ্রী পেয়ে থাকেন। তবে জঙ্গলমহল এবং পাহাড়ের বাসিন্দা ও চা বাগানের কর্মীদের অতিরিক্ত কিছু রেশন সামগ্রী দেওয়া হয়। চলতি মাসেও এর অন্যথা হবে না বলে খবর।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

কেন্দ্রীয় বঞ্চনা সারের জোগানেও, বিকল্প ভাবনা রাজ্যের
FacebookWhatsAppEmailShare
আজ আরজি কর মামলার শুনানি
FacebookWhatsAppEmailShare
রেশনে চাল-গম দিতে সরকারের কত টাকা খরচ হচ্ছে, এবার থেকে লেখা থাকবে গ্রাহকদের স্লিপে
FacebookWhatsAppEmailShare